এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের বিরোধী দলগুলি রাজনৈতিক হিংসার বলি নয়, দাবি রাজ্যের

রাজ্যের বিরোধী দলগুলি রাজনৈতিক হিংসার বলি নয়, দাবি রাজ্যের

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০২০ সালের ১৩ ই জুলাই নিহত হয়েছিলেন বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে এক বন্ধ দোকান থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। তাঁর এই মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ, সিআইডি। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। তবে আত্মহত্যার তত্বকে মেনে নেয় নি তাঁর পরিবার বর্গ ও বিজেপি নেতৃত্বে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক হত্যা করা হয়েছে তাঁকে। বিজেপি নেতৃত্ব তাঁর মৃত্যুরহস্য উদঘাটনে সিবিআই তদন্তের দাবি জানায়।

আইনজীবীর শশাঙ্ক শেখর ঝা সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। আইনজীবী শশাঙ্ক শেখর ঝা বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় এর মৃত্যুর তদন্তে সিবিআই, আইএনএ তদন্তের দাবি করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, রাজনৈতিক হত্যার শিকার হয়েছেন তিনি। এর সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীদের হেনস্থার অভিযোগ করা হয়েছিল। সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধীদের ওপর নির্যাতন করা হচ্ছে, এই অভিযোগ করা হয়েছিল। শাসকদলের চাপের কারণেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিতে বা নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ মঙ্গলবার সুপ্রিমকোর্টে রাজ্যের পক্ষ থেকে হলফনামায় সমস্ত অভিযোগ অস্বীকার করা হলো। মালদহ জেলার সিআইডির ডেপুটি এসপি আত্রেয়ী সেন জানালেন যে, বিধায়ক দেবেন্দ্রনাথ রায় আত্মহত্যাই করেছেন। তিনি অভিযোগ করেছেন, মামলাকারী অসত্য অভিযোগ এনেছেন। এটি কোন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। তিনি জানিয়েছেন, সিআইডি ঘটনার উপযুক্ত তদন্ত করেছে। এই ঘটনার সঙ্গে কোন যোগ নেই রাজ্য সরকারের।

এ সঙ্গে সঙ্গেই বিরোধীদের ওপর প্রতিহিংসার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলো রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিরোধীদের উপর অত্যাচার করছে না রাজ্য সরকার। বিরোধীদের এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এছাড়া কোনো রাজনৈতিক দলে যোগ দিতে বা নির্দল হিসেবে নির্বাচনে দাঁড়াতে রাজ্যবাসীকে কখনোই বাধা দিচ্ছে না রাজ্য সরকার। বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার রাজ্য সরকারের শীর্ষ আদালতের হলফনামায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!