এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ নিয়ে এবার দিল্লী যাত্রা বিজেপির শীর্ষ নেতৃত্বদের, বাড়ছে চাঞ্চল্য

রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ নিয়ে এবার দিল্লী যাত্রা বিজেপির শীর্ষ নেতৃত্বদের, বাড়ছে চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য শেষ হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাইভোল্টেজ দিল্লি সফর। তিনি শুক্রবার রাজ্যে ফিরে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার পর তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদরা। একই সাথে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে একদিকে যখন মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, ঠিক সেভাবেই নিজের লক্ষ্যপূরণে অর্থাৎ 2024 এর লোকসভা নির্বাচনে মোদি শাসনের অবসান ঘটাতে মোদি বিরোধী প্রায় প্রতিটি দলকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন তিনি এবার। একাধিক দলের সঙ্গে চালিয়েছেন আলোচনা। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে দিল্লি যেতে চলেছেন রাজ্যের দুই শীর্ষ নেতৃত্ব।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আর কিছুদিনের মধ্যেই দিল্লি যেতে চলেছেন বলে শোনা যাচ্ছে। তবে একসাথে নয়, এই দুই শীর্ষ বিজেপি নেতা আলাদা আলাদা ভাবে দিল্লি যাবেন। এবং আলাদা ব্যক্তির সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির 10 জন বিধায়ক দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। এবং তাঁর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হবে। কার্যত রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির সামনে এবার সরব হতে চলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিলীপ ঘোষের সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের একাংশ থাকবেন বলে জানা গিয়েছে। দিলীপ ঘোষের পক্ষ থেকে জানানো হয়েছে, আর কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিন ঠিক হয়ে যাবে। কার্যত রাজ্যের করোনা পরিস্থিতি একটু নিম্নমুখী হতেই রাজ্য গেরুয়া শিবির এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি প্রতিঘাতে নামতে চাইছে। আর সেই সূত্রেই তাঁরা দিল্লি থেকে এই প্রতিঘাতের সূত্রপাত করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের ওপর এবার বিজেপি ভায়া দিল্লি হয়ে চাপ সৃষ্টি করতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দিল্লি গিয়ে যেভাবে মোদী বিরোধী দলগুলোকে এককাট্টা করতে চেয়েছেন তাতে কিছুটা হলেও চাপে পড়েছে গেরুয়া শিবির, আর তাই এবার তাঁরা পাল্টা চাপ দিতে প্রস্তুত। কার্যত রাজ্যের বিজেপি নেতারা যত সক্রিয় হবেন, ততই পাল্টা চাপে পড়বেন রাজ্যের তৃণমূল নেত্রী বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আপাতত দেখার বিজেপির দ্বিমুখী আক্রমণ ভায়া দিল্লি, কিভাবে সামাল দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের নালিশ পেয়ে দিল্লি কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেও থাকবে নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!