এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যের প্রায় ১৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এজন্য জোড়া টাস্কফোর্স গঠন করা হলো। আবার, করোনা বেডের সংখ্যা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিল প্রশাসন।

প্রসঙ্গত, রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে জোড়া টাস্কফোর্স গঠন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যসচিব মূল টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে আছে দ্বিতীয় টাস্ক ফোর্স। করোনা মোকাবিলায় মূল টাস্কফোর্সকে সাহায্য করবে দ্বিতীয় টাস্ক ফোর্স। এর সঙ্গে সঙ্গেই বিভিন্ন জেলা গুলিকে নির্দেশ দেয়া হয়েছে যে, দৈনিক অক্সিজেন সরবরাহ ও করোনা বেডের ব্যাপারে রিপোর্ট দিতে রাজ্যকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, করোনা সংক্রমন বৃদ্ধির ফলে রাজ্যের বিভিন্ন হাসপাতালে বেডের অকাল শুরু হয়েছে। সেই সঙ্গে সেফহোম, কোয়ারেন্টিন সেন্টারগুলো ভরে যেতে শুরু করেছে। এই পরিস্থিতিতে করোনার বেড সংখ্যা বৃদ্ধি, সেফহোম, কোয়ারেন্টিন সেন্টার বৃদ্ধির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ প্রসঙ্গে জানালেন যে, সাগর দত্ত হাসপাতাল বাদ দিয়েও জেলার করোনা বেডের সংখ্যা এখন ৬০০ রয়েছে। তা এক সপ্তাহের মধ্যে বৃদ্ধি করে ১০২৫ করা হবে।

অন্যদিকে, চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে নির্বাচনের প্রচার ও জনসমাগম রুখতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। সম্প্রতি নির্বাচনী প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসক অনির্বান দলুই জানালেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন তাঁরা। তবে এই ব্যবস্থা আরো আগে নেবার প্রয়োজন ছিল। অন্যদিকে রাজ্যের করোনা কেয়ার চিকিৎসা উপদেষ্টা ডাক্তার অভিজিৎ চৌধুরী জানান, আগামী মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে এই রাজ্যে করোনা সংক্রমণ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!