এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত-মৃতের সংখ্যা! করোনা নিয়ে নতুন করে ঘুম উড়তে চলেছে বাংলার?

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত-মৃতের সংখ্যা! করোনা নিয়ে নতুন করে ঘুম উড়তে চলেছে বাংলার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টরাজ্যের করোনা পরিস্থিতি যে যথেষ্ট আশঙ্কাজনক, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। আনলক চতুর্থ পর্যায়তেও রাজ্যের করোনা পরিস্থিতির বিন্দুমাত্র বদল হয়নি বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই মেট্রো চালানো শুরু করে দিয়েছে। এবার প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আশঙ্কা জাগিয়ে আবার নতুন করে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে গেল এদিন। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত জানিয়ে আসছে, আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যের সুস্থতার হার।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর থেকে যে রিপোর্ট পাওয়া গেছে, তাতে জানা যাচ্ছে গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে মোট 3188 জন এবং যথারীতি আবার আক্রান্তের শীর্ষে পৌঁছে গেছে কলকাতার নাম। করোনার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যথারীতি উত্তর 24 পরগনা। এদিন জানা যাচ্ছে, কলকাতায় মাত্র একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 698 জন। অন্যদিকে উত্তর 24 পরগনায় সংক্রামিত হয়েছেন 634 জন। রাজ্যে সর্ব মোট করোনা সংক্রামিতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 লক্ষ 53 হাজার 768 জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও সুস্থতার নিরিখে শীর্ষস্থানে রয়েছে সেই মহানগর কলকাতাই। একদিনে কলকাতার বুকে সুস্থ হয়ে উঠেছেন 608 জন। তবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু সুস্থতার হার যথেষ্ট কম বলে জানা যাচ্ছে। উত্তর 24 পরগনায় একদিনে সুস্থ হয়েছেন মাত্র 305 জন। সবমিলিয়ে গত 24 ঘন্টায় করোনাকে হারিয়েছেন মোট 2961 জন। বাংলায় এখনো পর্যন্ত সুস্থতার হার 2 লক্ষ 22 হাজার 805 জন। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা 26 হাজার 64 জন। তবে সামান্য স্বস্তি দিয়ে এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার 87.80%। তবে পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

একদিনে এদিন বাংলায় মৃত্যু হয়েছে 62 জনের। শুধু মাত্র কলকাতাতেই 15 জনের মৃত্যু হয়েছে করোনায়। অন্যদিকে উত্তর 24 পরগনাতে 11 জনের মৃত্যু হয়েছে করোনায়। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4899 জন। সম্প্রতি দুর্গাপুজো নিয়ে রাজ্য সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে এবং তারপর থেকেই বিভিন্ন মহলে সংক্রমণ নিয়ে আলোচনা চলছে। পরিস্থিতি এখন যে অবস্থায় রয়েছে, তাতে সামান্যতম বেপরোয়া সিদ্ধান্ত অনেক বড় বিপদের সামনে নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!