এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার সাথে সাথেই কলকাতা পুরসভায় ছড়িয়ে পড়লো আতঙ্ক, কেন? জেনে নিন

রাজ্যের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার সাথে সাথেই কলকাতা পুরসভায় ছড়িয়ে পড়লো আতঙ্ক, কেন? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই করোনা আক্রান্ত হলেন তৃণমূলের এক ঝাঁক কাউন্সিলর। প্রসঙ্গত কোথা থেকে কাউন্সিলররা করোনা আক্রান্ত হয়েছেন, সে খোঁজ করতেই মিলল চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকাকালীন করোনা আক্রান্ত হয়েছেন চার নম্বর বোরোর চেয়ারম্যান সাধনা বসু। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে তৃণমূল শিবিরে। পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায়েরও করোনা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি করোনা আক্রান্ত হয়েছেন মেয়র ফিরহাদ হাকিমের ঘরে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর। বুধবার এই ডাটা এন্ট্রি অপারেটরের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। কার্যত গোটা পুরসভা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আতংক।

কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, পুরসভার ঘর থেকে এতগুলি করোনা আক্রান্তের খবর সামনে আসায় পুরো পুরসভাকে স্যানিটাইজ করা হচ্ছে। গতকাল কলকাতা পুরসভার শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। যথারীতি পুরসভার বারান্দাতেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শপথ গ্রহণ করেন। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণের তালিকায় ছিলেন প্রায় 500 জন। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক এবং সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। জানা যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীন অসুস্থ বোধ করেন চার নম্বর বোরো চেয়ারম্যান সাধনা বসু। মাঝপথেই অনুষ্ঠানে থেকে তিনি চলে যান। এরপর তাঁর করোনা পরীক্ষা হলে পজিটিভ রিপোর্ট আসে। সাধনা বসুর পাশেই বসেছিলেন জুঁই বিশ্বাস সহ একাধিক কাউন্সিলর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি যাওয়া মাত্রই অধিকাংশের জ্বর এসেছে। অন্যদিকে ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রত্যেককেই আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। আপাতত পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। মঙ্গলবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিধায়ক তাপস রায়। তিনিও করোনা আক্রান্ত হয়েছেন। তিনি অবশ্য এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন। আপাতত তিনি নিজেই জানিয়েছেন আইসোলেশনে থাকার খবর। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের কপালে ভাঁজ ফেলেছে আজকের রাজ্যের করোনার ঊর্ধগামীতা।  জানা গিয়েছে, বুধবার রাজ্যের করোনা সংক্রমণ 1000 এর ঘর ছাড়িয়ে গিয়েছে।

ফলে বাংলার আকাশে আরো একবার করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের ইঙ্গিত। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ইঙ্গিত দিয়েছেন থার্ড ওয়েভের। সব মিলিয়ে রাজ্যে যখন সংক্রমণ ঊর্ধ্বমুখী, ঠিক সে সময় কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর, নেতা করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে তৃণমূল শিবিরে। প্রত্যেককেই আপাতত কড়া বিধিনিষেধের মধ্যে থাকার কথা বলা হচ্ছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!