এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যের করোনা সংক্রমণ ঊর্দ্ধমুখী হতেই তড়িঘড়ি বৈঠকে রাজ্য স্বাস্থ্য দফতর, বাড়ছে উদ্বেগ

রাজ্যের করোনা সংক্রমণ ঊর্দ্ধমুখী হতেই তড়িঘড়ি বৈঠকে রাজ্য স্বাস্থ্য দফতর, বাড়ছে উদ্বেগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা বেড়ে যাওয়ায় আরো একবার চিন্তিত রাজ্য প্রশাসন। কলকাতাসহ শহরতলীতে করোনার সংক্রমণ রীতিমত ঊর্ধ্বমুখী। করোনার পাশাপাশি ইতিমধ্যে সংক্রমণ বাড়াতে শুরু করেছে ওমিক্রন। গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা দেখা যাচ্ছে ওমিক্রনকে নিয়ে। তার কারণ আজকে যে পাঁচজন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে, তাঁদের মধ্যে চারজন কিন্তু বিদেশ যাননি। আর তাতেই আশঙ্কা বাড়ছে। এই অবস্থায় তড়িঘড়ি আজকে রাজ্য স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিকেল চারটে থেকে এই বৈঠক শুরু হয়। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য সচিবের কথা অনুযায়ী জানা যাচ্ছে, বুধবার রাজ্যের করোনা সংক্রমণ হাজারের ঘর পেরিয়ে গিয়েছে।

আর তাতেই কপালে ভাঁজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। গঙ্গাসাগরেও আজ প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি কড়া বিধি নিষেধের কথা বলেছেন। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে তাঁর কথায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই উঠে এসেছে থার্ড ওয়েভের ইঙ্গিত। গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠক শেষ হওয়ার পরেই তড়িঘড়ি স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে ডাক্তাররা রয়েছেন, যারা করোনার চিকিৎসা করছেন। আপাতত বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যের পরিস্থিতি আয়ত্বে আনতে কিভাবে তৈরি হওয়া যায় তা ঠিক করতেই এই বৈঠক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি হাসপাতালগুলিতে কী কী ব্যবস্থা নেওয়া হবে, কিরকম ওষুধ মজুদ করতে হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। রাজ্যে যখন বৈঠক চলছে স্বাস্থ্য দফতরের, ঠিক সেসময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা রাজ্যে এসেছেন। গত কয়েকদিন ধরেই স্বাস্থ্যমন্ত্রক থেকে রাজ্যে ডাক্তার পাঠানোর কথা বলা হয়েছিল। সেই মতন বুধবার রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে ডাক্তারদের একটি টিম এসে পৌঁছেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধি দল হুগলিতে গিয়েছেন সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে।

হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছে কেন্দ্রীয় দল। বৈঠক শেষে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, করোনা নিয়ে আলোচনা হয়েছে। জেলায় তৃতীয় ঢেউ আটকানোর মতো পরিস্থিতি আছে কিনা তা খতিয়ে দেখতে এসেছে কেন্দ্রীয় দল এবং তা দেখে অবশ্যই কেন্দ্রীয় দল সন্তোষ প্রকাশ করেছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দাবি করেছেন। সব মিলিয়ে রাজ্যে করোনা এবং ওমিক্রণ এই দুইয়ের ধাক্কা সামলাতে উঠে পড়ে লেগেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আপাতত বর্ষশেষে আরো একবার আতঙ্ক জাগাচ্ছে করোনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!