এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের দিকে সাহায্যের হাত বাড়াল কেন্দ্র, বন্যাদুর্গতদের জন্য এবার আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজ্যের দিকে সাহায্যের হাত বাড়াল কেন্দ্র, বন্যাদুর্গতদের জন্য এবার আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লাগাতার বৃষ্টিতে রীতিমতো নাকাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে কয়েকদিন যাবত। অবিশ্রান্ত বৃষ্টি বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে রাজ্যে। আবাহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ দুইয়ের সাঁড়াশি চাপে রাজ্যবাসীর অবস্থা সঙ্গীন। তারমধ্যে ডিভিসি জল ছাড়ায় রীতিমতো জলে ডুবে গিয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। যার মধ্যে হাওড়া-হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুরসহ অন্যান্য জায়গা রয়েছে। গতকাল রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার পর কেন্দ্রের তরফ থেকে বাড়ানো হল সাহায্যের হাত।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জাতীয় ত্রাণ তহবিলের মাধ্যমে এ রাজ্যে বন্যায় মৃত ও আহত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হল। জানা গেছে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে রাজ্যের বন্যায় নিহতের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা দেওয়া হবে। খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর তরফ থেকে এই সাহায্য কার্যত যথেষ্ট উল্লেখযোগ্য। এর আগে মুখ্যমন্ত্রী ইয়াশ বিপর্যয়ের পর প্রধানমন্ত্রীর তরফ থেকে উপযুক্ত সাহায্য না পাওয়ার জন্য ব্যাপক প্রতিবাদ জানিয়েছিলেন। অন্যদিকে লাগাতার বৃষ্টির জেরে বাংলার দক্ষিণবঙ্গের প্রচুর মানুষ এই মুহূর্তে ভিটেমাটি ছেড়ে উঠে গিয়েছেন ত্রাণশিবিরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে যখন ফোন করেন প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রীর কাছেও মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়ার কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান। কার্যত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের বন্যায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র। আর এই নিয়েই শুরু হয়েছে জোরদার চর্চা। প্রসঙ্গত রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী ডিভিসিকে দায়ী করলেও পাল্টা ডিভিসি এবার জানিয়েছে, রাজ্যকে জল ছাড়ার ব্যাপারে আগেই জানানো হয়েছিল।

জানা যাচ্ছে, গত কয়েক দিনে রাজ্যে মৃত্যু হয়েছে 23 জনের প্রাকৃতিক দুর্যোগের কারণে। অন্যদিকে গত সপ্তাহেই দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। আর তারপরেই দেখা যাচ্ছে রাজ্যের প্রতি যথেষ্ট ওয়াকিবহাল হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই এই নিয়ে চলছে সমালোচনা রাজনৈতিক মহলে। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে নিঃসন্দেহে সাধারণ বিপর্যস্ত মানুষকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাহায্য করা অন্যতম ভালো কাজ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!