এখন পড়ছেন
হোম > অন্যান্য > রাজ্যের একাধিক জেলায় ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের

রাজ্যের একাধিক জেলায় ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের একাধিক জেলায় ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দ্বিতীয় পর্যায়ের সেন্টিনাল রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। গত জুলাই মাসে ১৫ টি জেলার ওপর সমীক্ষা করা হয়েছিল রাজ্যে। এই সমীক্ষায় দেখা যাচ্ছে যে, সংক্রমণ বৃদ্ধির হার গড়ে রয়েছে ১.০৫ শতাংশ। এরপর চলতি মাসে দ্বিতীয় পর্যায়ে ১৪ টি জেলার উপর সমীক্ষা করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে, গোটা রাজ্যের সংক্রমণ বৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে গড়ে হয়েছে ১.৫৮৪ শতাংশ।

সমীক্ষায় দেখা যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে একাধিক জেলায় সংক্রমণ বাড়তে শুরু করেছে। যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর জেলা। এই তিনটে জেলাতে সংক্রমণের হার উদ্বেগজনক ভাবে বাড়ছে। এই তিন জেলার আধিকারিকদের সতর্ক করা হলো স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এদিকে দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে মহানগর কলকাতায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার দুই ২৪ পরগনা থেকে থেকে অধিক সংক্রমণ দেখা দিলো কলকাতায় গত ২৪ ঘন্টায়। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং জেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে গত ২৪ ঘণ্টায়। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ জন, উত্তর ২৪ পরগনাতে ৬৭ জন, দক্ষিণ ২৪ পরগনাতে ৬৫ জন, দার্জিলিংয়ের সংক্রমিতের সংখ্যা ৬৪ জন। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। একদিনের মধ্যে অনেকটাই বেড়েছে সংক্রমণ।

এদিকে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮,৩৫৩ জন। গতকালের তুলনায় ১০ হাজারের বেশি বেড়েছে সংক্রমণ। আর ভ্যালু অনেক ক্ষেত্রেই বেশি আছে, যার ফলে সংক্রমণ বাড়তে শুরু করেছে। পাঞ্জাব, হিমাচল প্রদেশের মতো রাজ্যে ১.৩ রয়েছে আর ভ্যালু। সংক্রমনের নিরিখে এখন প্রথম স্থানে রয়েছে কেরল, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!