এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যের এক্তিয়ারভুক্ত স্থানে রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্ত করবে সিবিআই – নির্দেশ হাইকোর্টের

রাজ্যের এক্তিয়ারভুক্ত স্থানে রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্ত করবে সিবিআই – নির্দেশ হাইকোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ কয়লা পাচার কাণ্ডে এক বিশেষ রায় জানালো হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে সমস্ত এলাকা রাজ্যের এক্তিয়ারে পড়ে, সেই সমস্ত এলাকায় অভিযান চালাতে গেলে সিবিআইকে আবশ্যিকভাবে রাজ্যের অনুমতি নিতে হবে। এক্ষেত্রে তদন্ত চালাতে গেলে রাজ্যের পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালাতে হবে সিবিআইকে। আদালতের এই রায়ে অসন্তুষ্ট সিবিআই।

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডের মূল চক্রী অনুপ মাঝি বা লালার নামে এফআইআর করেছিল সিবিআই। সে এফআইআর বাতিল করার জন্য কলকাতা হাইকোর্ট তিনি আবেদন জানিয়েছিলেন। আজ হাইকোর্টে তার আবেদন খারিজ হয়ে গেছে। তবে এর সঙ্গে সঙ্গে হাইকোর্ট রায় দিয়েছে যে, যে সমস্ত স্থান রেলের এক্তিয়ারভুক্ত, সেই সমস্ত এলাকায় অবাধে তদন্ত চালাতে পারবে সিবিআই। কিন্তু, রাজ্যের এক্তিয়ারভুক্ত এলাকায় তদন্ত চালাতে গেলে রাজ্যের অনুমতি নিতে হবে সিবিআইকে। সেইসঙ্গে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে সেই তদন্ত চালাতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ হাইকোর্টে লালার করা মামলায় রায় দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। হাইকোর্ট থেকে সিবিআইকে লালার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। রেলের জমিতে অবাধে তদন্ত চালাতে পারবে সিবিআই। রাজ্যের অধিকারে থাকা কোন এলাকায় কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে, তাকে তলব করতে বা সমন পাঠাতে পারবে সিবিআই। কিন্তু, কারোর বিরুদ্ধে তদন্ত চালাতে গেলে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে ও রাজ্য পুলিশকে নিয়ে তদন্ত চালাতে হবে।

হাইকোর্টের এই রায়ে অসন্তুষ্ট সিবিআই। রাজ্য পুলিশকে নিয়ে তদন্ত চালাতে আপত্তি জানানো হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। আদালতের এই নির্দেশের প্রতিলিপি পাবার পর এ বিষয়ে আইনি দলের সঙ্গে কথা বলতে চলেছেন সিবিআই আধিকারিকেরা। এ বিষয়ে সিবিআইয়ের সদর দপ্তরের লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা করা হবে। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চেও যেতে পারে সিবিআই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!