এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এবার দেশজুড়ে একুশে জুলাই, মুখ্যমন্ত্রীর ভাষণ ছাড়াও থাকবে একাধিক অনুষ্ঠান

রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এবার দেশজুড়ে একুশে জুলাই, মুখ্যমন্ত্রীর ভাষণ ছাড়াও থাকবে একাধিক অনুষ্ঠান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহুমত নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে তৃণমূল। আগামীকাল তৃণমূলের শহীদ দিবস। এবছর ধুমধাম করে শহীদ দিবসের আয়োজন করা হবে, এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু, করোনা সংক্রমনের কারণে তা করা সম্ভব হচ্ছে না। তবে, ভার্চুয়াল ভাবে সমাবেশের আয়োজন করা হয়েছে। আর এবার শুধু পশ্চিমবঙ্গই নয়, রাজ্যে রাজ্যে পালিত হতে চলেছে তৃণমূলের শহীদ দিবস। কলকাতার একাধিক স্থানে জায়েন্ট স্ক্রিন বসিয়ে যেমন মুখ্যমন্ত্রীর ভাষণ শোনানো হবে, তেমনি একাধিক রাজ্যে পালিত হবে একুশে জুলাই।

উত্তরপ্রদেশের একাধিক স্থানে কাল মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। পাটি অফিসে মুখ্যমন্ত্রীর ভাষণ শোনানো হবে। উত্তরপ্রদেশের লখনৌ, মির্জাপুর, বারানসি, আজামগড়, বরেলিতে একুশে জুলাই পালন করা হবে। বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এর পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হবে একুশে জুলাই। আগামীকাল সকালে আগরতলায় সাইকেল রেলির আয়োজন করতে চলেছে তৃণমূল। ত্রিপুরার কৈলাশ হর, ধর্মনগর, উদয়পুর, আমবাসা, আগরতলাতে জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজধানী দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে শহীদ দিবস পালন করতে চলেছে তৃণমূল। আগামীকাল সেখানে তৃণমূলের সমস্ত সাংসদদের উপস্থিত থাকার কথা। বিরোধী নেতা নেত্রীদেরও আমন্ত্রণ জানিয়েছে তৃণমূল। বিহার ঝাড়খন্ড এর মত রাজ্যেও একুশে জুলাই পালন করতে চলেছে তৃণমূল। আসামের গুয়াহাটি, শিলচরে একুশে জুলাই পালিত হবে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূলের লক্ষ আগামী লোকসভা নির্বাচন। এ কারণেই একাধিক রাজ্যে একুশে জুলাই পালন ও মুখ্যমন্ত্রীর ভাষণ দেখানো হবে।

যারমধ্যে ত্রিপুরা, উত্তরপ্রদেশের মত রাজ্য যেমন রয়েছে, তেমনি রয়েছে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাট। গুজরাটের ৩২ টি জেলার মোট ৫০ টি স্থানে জয়েন্ট স্ক্রিন বসানো হবে বলে, জানা যাচ্ছে। আবার তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেয়াল লিখনের কাজ শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের কয়েক বছর পূর্বেই দেশের স্থানে স্থানে সংগঠনকে বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে শাসকদল তৃণমূল। আগামীকাল বেলা দুটোতে কালিঘাট থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!