এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে অভিযুক্ত ব্যবসায়ী

রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে অভিযুক্ত ব্যবসায়ী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মকে ব্যবহার করে নেতা-মন্ত্রী, সেলিব্রিটিদের কটাক্ষ করা, তাঁদের বিরুদ্ধে কুৎসা রটাবার অভিযোগ উঠে আসছে বারবার। পুলিশের গ্রেপ্তারি, নানা হুঁশিয়ারির পরেও এই ধরনের কাজ বন্ধ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে কুরুচিকর বক্তব্য রাখার অভিযোগ উঠেছে কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করা হয়। এরপর গতকাল তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গড়িয়ার পাটুলি এলাকার বাসিন্দা পার্থ চক্রবর্তী পেশায় যিনি ব্যবসায়ী, তার বিরুদ্ধে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামে কুরুচিকর বক্তব্য রাখার অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়াতে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানান বিধান নগর সাইবার ক্রাইম থানায়। মন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন যে, তাঁর নামে একের পর এক কুরুচিকর বক্তব্য রেখেছেন এই ব্যবসায়ী। মন্ত্রীর অভিযোগ পাওয়ার পর গতকাল রাতে পার্থ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে বিধান নগর থানার পুলিশ।

কি কারণে তিনি এভাবে কুৎসা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে? তা এখনো জানা যায়নি। এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা? তার সন্ধান করছে পুলিশ। কি কারনে এই ধরনের কাজ করেছেন এই ব্যবসায়ী? তার খোঁজ করছে পুলিশ। এদিকে আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। তাকে নিজের হেফাজতে রাখতে চেয়ে আদালতে আবেদন জানাবার সিদ্ধান্ত নিয়েছে বিধান নগর থানার পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!