এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যের জন্য বড়সড় সুসংবাদ, এবার আমাদের রাজ্যেও কেন্দ্রীয় তত্ত্বাবধানে হতে চলেছে উন্নত পরিষেবাযুক্ত করোনা হাসপাতাল

রাজ্যের জন্য বড়সড় সুসংবাদ, এবার আমাদের রাজ্যেও কেন্দ্রীয় তত্ত্বাবধানে হতে চলেছে উন্নত পরিষেবাযুক্ত করোনা হাসপাতাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা নিম্নমুখী হলেও একটা সময় কিন্তু উদ্বেগের চরম সীমায় পৌঁছে গিয়েছিল। আর সেসময় সামনে এসেছিল রাজ্যের বিভিন্ন জেলা কিন্তু করোনা চিকিৎসা পরিষেবার নিরিখে পিছিয়ে পড়েছে। আর সেরকমই একটি পিছিয়ে পড়া জায়গা হল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের জন্য কোভিড হাসপাতাল তৈরির ব্যাপারে প্রধানমন্ত্রীকে তদবির করতে দেখা গিয়েছিল বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে। আর এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। প্রসঙ্গত, সিবিআই এর পরবর্তী ডিরেক্টর নির্বাচন নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হয়েছিলেন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

এবং সেখানেই তিনি আবেদন রাখেন। প্রধানমন্ত্রীও তাঁকে কথা দেন ডিআরডিওকে দিয়ে বহরমপুরে করোনা হাসপাতাল তৈরি হবে এবং হাজার শয্যাবিশিষ্ট। আর সেই অনুযায়ী ডিআরডিও এর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল বহরমপুর হাসপাতাল পরিদর্শন করতে যান। তবে সেখানকার স্থানীয় প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী বহরমপুর হাসপাতালে হাজার বেডের করোনা হাসপাতাল তৈরি করা একপক্ষে অসম্ভব কারণ, পর্যাপ্ত জায়গার অভাব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, খুব বেশি হলে আড়াইশো বেডের হাসপাতাল তৈরি হতে পারে। এরপর ডিআরডিওর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, আড়াইশো বেডের হাসপাতাল যখন বহরমপুরে তৈরি হবে তাহলে বাকি আড়াইশো বেড হাসপাতাল তৈরি হবে কল্যাণীতে। ইতিমধ্যেই কল্যাণীতে করোনা হাসপাতাল তৈরীর কাজ শুরু করে দিয়েছে ডিআরডিও। জানা গিয়েছে, কল্যাণীতে করোনা হাসপাতাল তৈরি হলে নদীয়ার সংলগ্ন বেলডাঙা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ এই হাসপাতালের পরিষেবা গ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ শোনা যায়। এই পরিস্থিতিতে ডিআরডিওর তৈরি এই হাসপাতাল যে পরিষেবার দিক থেকে অনেকটাই উন্নত হবে, সে ব্যাপারে একমত বিশেষজ্ঞরা। খুব স্বাভাবিকভাবেই বহরমপুর ও কল্যাণীতে কেন্দ্রীয় তত্ত্বাবধানে ডিআরডিওর এই হাসপাতাল তৈরীর পরিকল্পনা করোনা চিকিৎসায় যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যায় বলেই দাবী চিকিৎসকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!