এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের নবনিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে তৃণমূলের কটাক্ষের মোক্ষম জবাব বিজেপির

রাজ্যের নবনিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে তৃণমূলের কটাক্ষের মোক্ষম জবাব বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই সংবাদপত্রের শিরোনামে রয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জণ বার্লা। এখন তিনি শুধু সাংসদ নন, তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি। একসময় নামকরা ফুটবলার ছিলেন তিনি। গত মাসে তিনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি জানিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, উত্তরবঙ্গের মানুষ কোন সুফল পান না। এ কারণেই তিনি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে চান। তিনি বিশ্বাস করেন, পৃথক রাজ্য করা হলে এখানকার মানুষ খুশি হবেন, উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন ঘটবে, সংসদের অধিবেশনে এই দাবি রাখবেন তিনি।

তাঁর এই বক্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে একেবারে তেড়েফুঁড়ে নামে তৃণমূল। তিনি রাজ্য ভাগের চেষ্টা করছেন বলে, অভিযোগ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এবার তাঁর মন্ত্রিত্ব লাভের পর গতকাল রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, জণ বার্লা হলেন বিচ্ছিন্নতাবাদী। যাঁরা সমাজের জন্য ক্ষতিকারক। তাঁকে কটাক্ষ করে তিনি জানালেন, ইউপিএ সরকারের সময়ে যে হাফপ্যান্টগুলো তাঁরা ছেড়ে এসেছিলেন, সেগুলোই তাঁদেরকে পরানো হয়েছে। তিনি জানেন না, সেগুলো তাঁরা ধুয়ে পড়েছেন কিনা? দেশে আর বিজেপি থাকবে না। এটা বিজেপির মরনকালে হরিনাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির বিভিন্ন নেতৃত্ব। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা জানালেন যে, তৃণমূলের ক্যাবিনেট মিনিস্টাররাও হাফ প্যান্ট মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা বলে থাকেন। ফিরহাদ হাকিমের বক্তব্য প্রসঙ্গে তিনি জানালেন যে, তিনি তো কলকাতাকে পাকিস্তান বানাতে চেয়েছিল।

অন্যদিকে, বিজেপি নেতা সায়ন্তন বসু এ প্রসঙ্গে জানালেন যে, হাফপ্যান্ট হোক বা ফুলপ্যান্ট হোক, বিজেপির মন্ত্রীদের টাকা নিতে দেখা যায়নি ফিরহাদ হাকিমের মতো। বিজেপির মন্ত্রীরা চিটফান্ড বা তোলাবাজির সঙ্গে যুক্ত আছেন, এমন কোন অভিযোগও ওঠেনি। তৃণমূল হলো একটা পরিবারকেন্দ্রিক দল। আগে একটা পোস্ট ছিলো, বাকি সব ল্যাম্পপোস্ট ছিল। এখন দুটো পোস্ট আছে। একটি পোস্টে আছেন ভাইপো। তিনি আরও জানালেন, জণ বার্লার দাবি অত্যন্ত সংগত। উত্তরবঙ্গের মানুষ এমনটাই চেয়ে থাকেন। তৃণমূলের দুকান কাটা। তাঁদের মুখে এসব কথা মানায় না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!