এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের নির্বাচন কমিশন কাজ করছে তৃণমূলের নির্দেশে, প্রশ্নের মুখে নিরপেক্ষতা – বিস্ফোরক দিলীপ

রাজ্যের নির্বাচন কমিশন কাজ করছে তৃণমূলের নির্দেশে, প্রশ্নের মুখে নিরপেক্ষতা – বিস্ফোরক দিলীপ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। আজ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানান, অনেক কিছু পাল্টাচ্ছে এটাও বদলাবে। তৃণমূলকে যেকোন ভাবে জিততেই হবে, তাই একদিকে আদালতে কেস হচ্ছে, হেয়ারিং হচ্ছে, অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে দিন ঘোষণা করা হচ্ছে।

তিনি জানান, রাজ্যের নির্বাচন কমিশন তো রাজ্য সরকার চালায়, সে জন্য সরকারের ইচ্ছামত, যেটা চাইছেন, তাই করা হচ্ছে। যখন চাইছেন তখন করা হচ্ছে। তাহলে আদালতের প্রশ্ন কি থাকল? ভোট ঘোষণার আগে আদালতে, কিন্তু হেয়ারিং ডেট ঘোষণা হতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো। এত তাড়াহুড়ো করা হয়েছে যে, রিপোলিংয়ের জন্যও সময় রাখা হয়নি। কাউন্টিং করে রাতারাতি গুটিয়ে ফেলা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল যে, এই বিষয় নিয়ে কি তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন? এর উত্তরে তিনি জানালেন, যারা লড়াই করবেন তারা যাবেন, আদালতকে বলে কলকাতায় আছেন, সেখানে সমস্ত প্রকার লোকেরা বক্তব্য রাখবেন। তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু তিনি মনে করছেন, যে রকম চলছে তাতে তৃণমূল যেটা চাইছে সেটাই করবে।

এদিকে সম্প্রতি মদন মিত্র জানিয়েছিলেন যে, কলকাতার পুর নির্বাচনে একজন এজেন্টকেও বসতে দেয়া হবেনা। একটি সিট্ও ছাড়া হবে না। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন, কি হবে তা দেখা যাক? এমনিতেই অনেক জায়গায় এজেন্টকে বসতে দেয়া হয়না। উপনির্বাচনের সময় কোথাও এজেন্ট বসাতে দেয়া হয়নি। এজেন্ট ছিল না, ভোটের লাইন পড়েনি, অথচ দেড়লক্ষ লিড হয়েছে। আর যা হয়েছে, সকলের সামনে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত, পুরসভার ভোট যেমন হয়, উপনির্বাচনও তেমনই হয়।

দিলীপ ঘোষ আরও জানালেন, পশ্চিমবঙ্গে কোন ভোট শান্তিতে হয় না। আর হবেও না। এটাই এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে। যারা ত্রিপুরা নিয়ে এত হাহুতাশ করছেন, তারা কি ভুলে গেছেন যে পঞ্চায়েত ভোটে ডজন ডজন লোককে হত্যা করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!