এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল,টালমাটাল বঙ্গ রাজনীতি

রাজ্যের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল,টালমাটাল বঙ্গ রাজনীতি


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পুরভোট নিয়ে এবার কঠোর পদক্ষেপ নিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সরাসরি তিনি ছিলেন রাজ্যের নির্বাচন কমিশনকে চিঠি দিলেন। যে চিঠিতে তিনি জানালেন, সাংবিধানিক ক্ষমতা থাকা সত্বেও রাজ্য সরকারের পথেই হাঁটছে রাজ্য নির্বাচন কমিশন। তিনি অভিযোগ করেছেন, পুরভোট নিয়ে রাজ্য সরকারের পথেই হেটেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তাঁর কাছে আছে। গতকাল রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল।

নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে রাজ্যপাল জানালেন, রাজ্য সরকারের অঙ্গ হিসেবে নির্বাচন কমিশন যদি কাজ করে, তবে সংবিধানের অবমাননা করা হবে। আপোষ না করে সংবিধানের অগ্রাধিকার সুনিশ্চিত করার দাবি জানালেন তিনি। তিনি জানান, এর আগে একসঙ্গে সমস্ত পুরসভায় ভোট করাতে চেয়েছিলো রাজ্যের নির্বাচন কমিশন। একসঙ্গে ভোটের জন্য সার্বিকভাবেই দাবি উঠে এসেছে। এর থেকে সরে যাওয়ার কোন যৌক্তিকতা থাকতে পারে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে রাজ্যপাল প্রশ্ন করেছেন, শুধুমাত্র কলকাতা ও হাওড়াতে পুরভোট কেন করা হচ্ছে? রাজ্যের অন্যান্য পুরসভার ভোট একসঙ্গে কেন করা হচ্ছে না? যে সমস্ত পুরসভার ভোট বকেয়া রয়েছে, সেখানে দ্রুত ভোট করানোর পরামর্শ দিলেন রাজ্যপাল। এরপর গতকাল একটি টুইট করেন রাজ্যপাল। যে টুইটে তিনি জানান, রাজ্যের নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। স্বাধীনভাবে তাদের কাজ করতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের মতোই রাজ্য নির্বাচন কমিশনের ক্ষমতা আছে।

এদিকে পুর ভোট নিয়ে আজ হাইকোর্টে মামলার শুনানি রয়েছে। এরপর এর দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা আছে। আবার, বিজেপির পক্ষ থেকেও একসঙ্গে সমস্ত কেন্দ্রে পুরভোট করাবার দাবি উঠেছে। এবার রাজ্যপালও একই দাবিতে সরব হয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ্য করা হয়েছে যে, বিজেপির মতই কথা বলছেন রাজ্যপাল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!