এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বিপুল পরিমান পাওনা বাকি দুবছর ধরে, হেলদোল নেই শিক্ষা দপ্তরের!

রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বিপুল পরিমান পাওনা বাকি দুবছর ধরে, হেলদোল নেই শিক্ষা দপ্তরের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক বছরেও বেশি সময় ধরে প্রাথমিক শিক্ষকদের এরিয়ার বিল আটকে আছে উত্তর দিনাজপুর জেলায়। সম্প্রতি এই বকেয়া অর্থের পরিমাণ হয়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি টাকা। দীর্ঘ সময় এরিয়ারের বিল আটকে থাকায় ক্ষুব্ধ জেলার প্রাথমিক শিক্ষকরা। প্রসঙ্গত , ২০১৯ সালের আগস্ট মাসে প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল পি ব্যান্ড টু থেকে পি ব্যান্ড থ্রি করা হয়েছিল। এর ফলে বেতন বৃদ্ধি পেয়েছে সমস্ত প্রাথমিক শিক্ষকদের। কিন্তু বর্ধিত বেতনের টাকা এখনো হাতে পাননি তাঁরা। গত আগস্ট মাস থেকেই সে টাকা আটকে আছে। জেলার প্রাথমিক শিক্ষকেরা অভিযোগ করেছেন যে, রাজ্যের অন্যান্য জেলায় প্রাথমিক শিক্ষকেরা ইতিমধ্যেই সে টাকা পেয়ে গেছেন। কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে তাঁরা এখনো বঞ্চিত থেকে গেছেন।

প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে বেতন বৃদ্ধি করা হলেও এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকরা তাদের পুরনো বেতনই পাচ্ছেন। তাদের বেতনের যে বাড়তি টাকা পাওনা আছে সেটাই হলো এরিয়ার বিল। তবে, সমস্ত প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে একই পরিমাণ বেতন বৃদ্ধি ঘটে নি। কারো ২০০০, কারও বা ২৫০০ টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। ফলে প্রত্যেকের এরিয়ার আলাদা। সমস্ত সার্কেলে সেই এলাকার সমস্ত শিক্ষকের বেতন সংক্রান্ত তথ্য রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষকদের অভিযোগ, জেলার মোট শিক্ষক ও মোট এরিয়ারের হিসেব যদি সময়মতো জেলা শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হতো। হবে টাকা পেতে এতটা সময় লাগত না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি জেলার শিক্ষা দপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এরিয়ারের হিসাব তারা বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছেন। পুজোর ছুটির পর অফিস খুলে গেলে সে টাকা হাতে পেয়ে যাবেন প্রাথমিক শিক্ষকরা। এমন আশ্বাস দেওয়া হলেও প্রাথমিক শিক্ষকদের ক্ষোভ মিটছে না। এ প্রসঙ্গে, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানালেন যে, অন্যান্য জেলাগুলিতে প্রাথমিক শিক্ষকরা এরিয়ার বিল পেয়ে গেলেও, উত্তর দিনাজপুর জেলার শিক্ষকেরা এখনো তা পাননি। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের কাছে তাঁরা বহুবার বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানালেন যে, বেতন স্কেল পরিবর্তনের ফলে এখন থেকে বহু প্রাথমিক শিক্ষক পুজোর বোনাস পাচ্ছেন না। এ কারণে দ্রুত বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানালেন তারা। প্রশাসন তাদের আশ্বাস দিয়েছে যে, এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আশা করছেন যে, খুব তাড়াতাড়ি এরিয়ারের টাকা পেয়ে যাবেন প্রাথমিক শিক্ষকেরা।

অন্যদিকে এ প্রসঙ্গে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক কৃষ্ণেন্দেু রায় চৌধুরী জানান, এরিয়ার বিলের বকেয়া টাকার জন্য তাঁরা বারবার প্রশাসনকে জানিয়েছেন। জেলা শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছিল যে, অর্থ দফতরের এই টাকা মঞ্জুর করার বিষয়ে কিছু সমস্যা ছিল, তাই এ টাকা এখনো দেওয়া হয়নি। অন্যদিকে এ প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দীপক ভক্ত জানালেন, ” প্রতিটি সার্কেল থেকে এরিয়ার বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছিল। কিন্তু সার্কেলগুলি থেকে রিপোর্ট আসতে অনেক দেরি হয়েছে। আমাদের অফিসে বেতন বৃদ্ধির আগের ও পরের মাসের রেকর্ড ছিল। তা দেখে আমরা একটা এস্টিমেট করে বিকাশ ভবনে পাঠিয়েছি। প্রায় দু’কোটি টাকার সেই এস্টিমেট সেপ্টেম্বরে কলকাতায় পাঠানো হয়েছিল। আশা করছি, সামনের সপ্তাহ থেকে টাকা সংক্রান্ত সমস্যা মিটিয়ে দিতে পারব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!