এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের পুরসভা ভোটের পরিপ্রেক্ষিতে এবার তৃণমূলকে কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, বাড়ছে চাঞ্চল্য

রাজ্যের পুরসভা ভোটের পরিপ্রেক্ষিতে এবার তৃণমূলকে কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, বাড়ছে চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কলকাতা পুরভোট শেষ। ক্ষমতায় এসেছে তৃণমূল। কিন্তু প্রথম থেকে কলকাতা পুরসভা নির্বাচনে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বারবার একাধিক অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের, রিগিং, ছাপ্পা ও আন্যান্য। কলকাতা পুরসভা নির্বাচন পর্ব শেষ করার পরেই এবার রাজ্যে পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আর তার জেরেই এবার বিতর্কিত মন্তব্য করলেন আসানসোল দক্ষিণের দলীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল।

কার্যত তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তৃণমূল সন্ত্রাস করলেই যেন প্রত্যাঘাত করা হয়। প্রসঙ্গত, আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে আসন্ন পুরসভা নির্বাচন উপলক্ষে একটি দলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার অগ্নিমিত্রা পাল এই বৈঠকে বলেন, কলকাতা পুরসভার মতন যদি আসানসোল পুরসভায় তৃণমূল সন্ত্রাস করে, তাহলে বিজেপিও তৈরি। দেবে মারের বদলা মার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর কারণ হিসাবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ব্যাখ্যা করেছেন, আসানসোল পুরসভা এলাকায় বিজেপির সংগঠন যথেষ্ট মজবুত কলকাতার তুলনায়। অগ্নিমিত্রা পাল মঙ্গলবার জানিয়েছেন, আসানসোলে পুরভোটে বিজেপির জয় নিশ্চিত। এবং এবারের পুরভোটে তিনি নিজেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন শিল্প শহরে প্রচার করবেন। অন্যদিকে অগ্নিমিত্রা পাল এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এলাকার তৃণমূল নেতা তথা দলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু মন্তব্য করেছেন, অগ্নিমিত্রা পাল কার্যত এ ধরনের মন্তব্য করে খবরের শিরোনামে থাকতে চাইছেন।

আর তার পরেই তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, অগ্নিমিত্রা পাল নিজেই তৃণমূলে চলে আসার জন্য লাইন দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই মন্তব্য চূড়ান্ত বিতর্কেরর জন্ম দিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এ প্রসঙ্গে অবশ্য অগ্নিমিত্রা পালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু রাজনৈতিক মহলের অধিকাংশ মনে করছেন, আসানসোল পুরসভা নির্বাচনের আগে যেভাবে অগ্নিমিত্রা পাল রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূলকে, তা যথেষ্ট উল্লেখযোগ্য। আপাতত রাজ্যের পুরভোটের দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!