এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যের সাম্প্রতিক অবস্থাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে বিস্ফোরক বক্তব্য দিলীপ ঘোষের

রাজ্যের সাম্প্রতিক অবস্থাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে বিস্ফোরক বক্তব্য দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জণ বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি তুলেছেন। যা নিয়ে তীব্র শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গতকাল এ প্রসঙ্গে বক্তব্য রেখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, বিজেপি বাংলাকে অবিভক্তই রেখে দিতে চায়। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমান সরকার পাকিস্তানের মতো নিপীড়ন চালাচ্ছে। পাকিস্তানের অত্যাচারের ফলে একসময় পূর্ব পাকিস্তানকে আলাদা হয়ে যেতে হয়েছিল। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার সেই পাকিস্তানের মতোই অপশাসন চালাচ্ছে।

গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে গণমাধ্যমের সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও জানিয়েছিলেন যে, বিজেপি কখনোই চায় না যে, উত্তরবঙ্গ আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হোক। তিনি নিজেও আলাদা রাজ্য চান না। কিন্তু দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। উত্তরবঙ্গে রাজ্য সরকার এইমস করতে দেয়নি। কাজের উদ্দেশ্যে উত্তরবঙ্গের মানুষকে অসমে চলে যেতে হয়। বিজেপি পশ্চিমবঙ্গকে এক রাখতে চায়, কিন্তু রাজ্য সরকার অপশাসন চালাচ্ছে বলে, অভিযোগ করেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, আজ এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, রাজ্যে সিএএ নিয়ে প্রতিবাদে আগুন লাগানো হয়, স্টেশন পোড়ানো হয়। তখন দেশদ্রোহিতার মামলা করা হয় না। বরং তাদেরকে আশ্রয় দেয়া হয়। এসব কারণে হতাশ হয়ে এ ধরনের মন্তব্য করা হয়েছে। মানুষ সরকারের উপর আস্থা রাখতে পারছেন না। তিনি আরও জানিয়েছেন যে, বিজেপি রাজ্যভাগ করতে চায় না। কিন্তু বাংলার অবস্থা কাশ্মিরের চেয়েও ভয়ঙ্কর। আফগানিস্তান, সিরিয়ার মত অবস্থা তৈরি হয়েছে।

তাই অনেকে মনে করছেন যে, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া শান্তি ফিরবে না। রাজ্যের অবস্থা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উগ্রপন্থীদের আস্তানায় পরিণত হচ্ছে। রাজ্য সরকার কোন কিছুই করছে না। এভাবে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের প্রতি বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক অবস্থাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে রাজনৈতিক মহলে বড়সড় শোরগোল বাঁধিয়ে দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!