এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যের উপ নির্বাচন নিয়ে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ!

রাজ্যের উপ নির্বাচন নিয়ে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের সাতটি বিধানসভায় উপনির্বাচনের জন্য তৎপর রাজ্যের শাসক দল । এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে তৃণমূল উপনির্বাচন করানোর জন্য । তবে এবার এই উপ নির্বাচন নিয়ে ভিন্নমত ব্যাক্ত করলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তিনি এ দিন জানান ভোটের কি প্রয়োজন রয়েছে ? যখন পরিস্থিতি অনুকূল হবে নির্বাচন হবে ।  প্রসঙ্গত উল্লেখ্য এবারে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই ছয় মাসের মধ্যে যেকোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে  আসতে হবে তাই এই পরিস্থিতিতে উপনির্বাচন করানো শাসক দলের পক্ষে একান্ত প্রয়োজন ।  কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি হাতিয়ার করে উপনির্বাচন করাতে চাচ্ছে না রাজ্যের বিরোধী দল বিজেপি।   এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন “পৌরসভার নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে । সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে বিজেপি । পশ্চিমবাংলায় সরকার স্কুল-কলেজ বন্ধ রেখেছেন ট্রেন বন্ধ রেখেছেন আর নির্বাচনের কথা বলছেন ? আগে 118 টি কর্পোরেশনের ভোট করান তারপর বাই ইলেকশন হবে । ভোটের কি প্রয়োজন রয়েছে যখন পরিস্থিতি অনুকূল হবে তখন নির্বাচন হবে ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!