এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে টুইট করার পর এবার বিশেষ পদক্ষেপ রাজ্যপালের

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে টুইট করার পর এবার বিশেষ পদক্ষেপ রাজ্যপালের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ভোট গণনার পর থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসার আবহ। বারবার অভিযোগ উঠেছে, বিরোধী দলের কর্মী, সমর্থকদের মারধর ও হেনস্তার। এমনকি মেদিনীপুরের এক গ্রামে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের সামাজিক বয়কটের হুমকি দেওয়া লিফলেট পর্যন্ত পাওয়া গেছে। আজ ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। যেখানে তিনি জানিয়েছেন যে, রাজ্যের ভোট পরবর্তী হিংসা মানবতাকে লজ্জা দেবে। পুলিশ কোন কাজ করছে না। বিরোধীদের শাস্তি দেবার জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এরপর রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি জানতে রাজ্যের মুখ্য সচিবকে তলব করলেন রাজ্যপাল।

রাজ্যের নয়া মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে আগামীকাল রাজভবনে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এ প্রসঙ্গে টুইট করে রাজ্যপাল জানিয়েছেন যে, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি জানতে মুখ্য সচিবকে তলব করেছেন তিনি। তিনি জানিয়েছেন, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের নিরাপত্তাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে মুখ্যসচিবকে আগামীকাল তিনি রাজভবনে তলব করেছেন। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি। ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তাও জানতে চেয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপালের এই টুইট প্রসঙ্গে প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানালেন যে, রাজ্যপালের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সাংবিধানিক পদের মর্যাদা লংঘন করে রাজভবনকে দিল্লির শাসক দল বিজেপির এজেন্ডা পূরণের জন্য তিনি ব্যবহার করছেন। ভোটের আগে পরিবর্তনের ডাক দিয়ে সাংবিধানিক পদের অবমাননা করেছেন তিনি। এবার, ভোটের ফলাফলে হতাশ হয়ে এই ধরনের মন্তব্য করছেন তিনি। রাজ্যপালকে তিনি বিজেপির দালাল বলেও কটাক্ষ করেছেন। তাঁর কটাক্ষ, রাজ্যপাল নিজের পদের মর্যাদা ভুলে গিয়ে উস্কানি দিচ্ছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!