এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে এবার সুপ্রীম কোর্টের দ্বারস্থ আক্রান্তরা, সরব বিজেপি নেতারা

রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে এবার সুপ্রীম কোর্টের দ্বারস্থ আক্রান্তরা, সরব বিজেপি নেতারা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। নির্বাচনী প্রচারেও রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে রাজ্য বিজেপির সাথে সাথে কেন্দ্রীয় বিজেপিও। তবে একুশের নির্বাচনের পর এই অভিযোগ আরও তীব্র হয়ে উঠেছে। প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজনৈতিক হিংসার কথা। আর এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন রাজ্যের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত জানা গেছে, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মহিলারা বাংলা থেকে কোন প্রশাসনিক সাহায্য না পেয়ে অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

আর এই খবর এবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন বাবুল সুপ্রিয়। এক্ষেত্রে তিনি একের পর এক কটাক্ষ করেছেন রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে। একই সাথে মুখ্যমন্ত্রীকেও তিনি ছেড়ে কথা বলেননি। পাশাপাশি তৃণমূল দুষ্কৃতীদের অত্যাচার নিয়ে সরব হয়েছেন এদিন বাবুল সুপ্রিয়। এদিন তাঁর লেখার সঙ্গে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের স্ক্রিনশট দেন তিনি নিজের ফেসবুক পেজে। ভোট-পরবর্তী তৃণমূলের সন্ত্রাস নিয়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালই শুভেন্দু অধিকারী রাজনৈতিক হিংসার প্রতিবাদে এবং রাজ্যের আইন শৃংখলার অবনতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী করোনা এবং ইয়াস মোকাবিলা নিয়ে যেভাবে তৎপরতা দেখিয়েছেন, তা কিন্তু যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সাধারণের। একই সাথে বিজেপির ভাঙনও অব্যাহত। দলের অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ইতিমধ্যেই তৃণমূলে চলে এসেছেন। এই পরিস্থিতিতে এবার তৃণমূলকে চাপে রাখার জন্য নতুন কৌশলের অবতারণা বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্বের একাংশ।

প্রসঙ্গত বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগেই রাজ্য সরকারকে ক্রমাগত চাপে রাখার জন্য একের পর এক অস্ত্র প্রয়োগ করছে রাজ্য বিজেপি। আর এ কথা সোচ্চারে জানিয়েছেন রাজ্যের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক হিংসার ঘটনা কোন ক্ষেত্রেই মানা যায়না। সে দিক থেকে প্রশাসনের প্রয়োজন এ ব্যাপারে হস্তক্ষেপ করা। আপাতত রাজনৈতিক হিংসা নিয়ে এবার সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ গ্রহণ করে, সে দিকেই নজর সবার। তবে তৃণমূলের দাবি, বর্তমানে রাজ্যের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। আর এসবের ফলে পাশাপাশি বেড়ে চলেছে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!