এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য বিজেপিকে বিশেষ দায়িত্ব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্য বিজেপিকে বিশেষ দায়িত্ব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্য সফর করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নামখানায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করলেন তিনি। জনসভাও করলেন তিনি নামখানায়। আবার, রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকও করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে তিনি জানালেন যে, জনসংযোগকে হাতিয়ার করে রাজ্যে ক্ষমতায় ফেরা সম্ভব, তা মনে রাখতে হবে সকলকে। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, বিধানসভার সমস্ত স্তরের মানুষের সঙ্গে বিজেপি নেতাদের সুসম্পর্ক বজায় রাখতে।

বঙ্গ সফরের শেষদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন কলকাতা বিমানবন্দরের নিকটে একটি হোটেলে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠক চলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, অমিত মালব্য, শিবপ্রকাশ, স্বপন দাশগুপ্ত, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখরা।

এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে, রাজ্যের মানুষের বাড়ি বাড়ি গিয়ে দলের প্রচারের কাজ করতে হবে। রাজ্যের সমস্ত বিধানসভার সমস্ত স্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে বিজেপি নেতাদের। জনসংযোগ একমাত্র বিজেপিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। তাই বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েত, ব্লক স্তরে যেতে হবে বিজেপি নেতৃত্বের। জনসংযোগের কাজে কোনো রকম ত্রুটি যেন না থাকে, সেদিকে বিজেপির রাজ্য নেতৃত্বকে সজাগ থাকার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে কোচবিহারে পরিবর্তন যাত্রা ও ঠাকুরনগরে সভার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপির কোর কমিটিকে নির্দেশ দিয়েছিলেন যে, পরিবর্তন যাত্রার পথে মাঝে মাঝে রথ থামিয়ে বিভিন্ন এলাকায় ছোট ছোট সভার আয়োজন করতে। এই সমস্ত বিষয় গুলি সঠিক ভাবে করা হচ্ছে কিনা? এ বিষয়ে জানতে চেয়ে ছিলেন এই বৈঠকে। আবার পরিবর্তন যাত্রা ঠিক ভাবে করা হচ্ছে কিনা? ঠিক ভাবে এর কার্যক্রম চলছে কিনা? এই বিষয়গুলিরও খোঁজ নিয়েছিলেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পরেই জনসংযোগে একেবারে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপি নেতা কর্মীরা এই কাজ সঠিকভাবে করছেন কিনা? সেদিকে নজর রাখবে রাজ্য বিজেপির কোর কমিটি। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখলের লক্ষ নিয়েছে বিজেপি।এ কারণেই জন সংযোগকে গুরুত্ব দিয়ে একাধিক জনসংযোগ মুলক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!