এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য বিজেপির ভেতরের অবস্থা নিয়ে এবার হাটে হাঁড়ি ভাঙলেন বাবুল,জানালেন দলটির ভবিষ্যৎ

রাজ্য বিজেপির ভেতরের অবস্থা নিয়ে এবার হাটে হাঁড়ি ভাঙলেন বাবুল,জানালেন দলটির ভবিষ্যৎ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে চলছে ভাঙ্গন ও বিরোধের পালা। দলের অন্তর্কলহ দিন দিন বাড়ছে, সেইসাথে বাড়ছে দলের ভাঙ্গন। মন্ত্রিসভায় স্থান না পেয়ে বিজেপি ছেড়ে দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে যোগ দেবার পর থেকেই বিজেপিকে একের পর এক কটাক্ষ করেছেন তিনি। এবার বিজেপির ৫ জন বিধায়কের বিরূপ হওয়ার খবর মিলতেই রাজ্য বিজেপিকে ফের কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে জানিয়ে দিলেন এই দলের ভবিষ্যৎ।

প্রসঙ্গত, বিজেপির নতুন রাজ্য কমিটিতে মতুয়া প্রতিনিধিদের সেভাবে গুরুত্ব দেয়া হয়নি, এই অভিযোগ উঠেছে বিজেপিরই একাংশের মধ্য থেকে। এই অভিযোগে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলেন ৫ জন বিধায়ক। যারা হলেন অশোক কীর্তনীয়া, মুকুটমণি অধিকারী, সুব্রত ঠাকুর, অসীম সরকার, অম্বিকা রায়। এই ৫ জন বিধায়ক দলের প্রতি কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন বলেও, আশঙ্কা রয়েছে। এই অবস্থায় রাজ্য বিজেপিকে প্রবল কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে একটি টুইট করে বাবুল সুপ্রিয় জানালেন, নিজের গুনেই উইকেট পড়ছে বিজেপির। এবার আরও পাঁচটি উইকেট গেল বলে মনে করছেন তিনি। তিনি জানান, শুনেছেন শিববাবু চলে গেছেন কৈলাসে। বিজেপিকে কটাক্ষ করে তিনি জানালেন, আসল বাঙ্গালী কাঁকড়াদের খুঁজে পাবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মুরলীধর লেন।

প্রসঙ্গত, গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন জানাতে দেখা গেছে মতুয়া সম্প্রদায়কে। এরপর মতুয়া সম্প্রদায়কে তুষ্ট করতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেয়া হয় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে। কিন্তু এবার দলের নতুন রাজ্য কমিটিতে মতুয়াদের বিশেষ প্রতিনিধিত্ব না থাকায় মনোক্ষুন্ন মতুয়া সম্প্রদায়ভুক্ত বিজেপি বিধায়কেরা। জানা গেছে, এই ইস্যু নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার সঙ্গে কথা বলবেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!