এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > রাজ্যজুড়ে লাল ঝড় তুলতে নতুন পরিকল্পনা সিপিএমের

রাজ্যজুড়ে লাল ঝড় তুলতে নতুন পরিকল্পনা সিপিএমের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ ৩৪ বছর ধরে রাজ্যে চলেছিল বাম শাসনের একাধিপত্য। কিন্তু ২০১১ সালে তৃণমূলের হাতে শোচনীয় পরাজয় ঘটে বামের। এরপর যত সময় গেছে, ততই রক্তক্ষরণ ঘটেছে বাম শিবিরের। এবার, আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে সমস্ত কিছু ঝেড়ে ফেলে দলকে নতুন করে উজ্জীবিত করার সিদ্ধান্ত বাম শিবিরের। এ কারণেই জোট বদ্ধ হয়েছে কংগ্রেসের সঙ্গে বাম। কিন্তু শুধু জোট গঠন করলেই যে সমস্যার সমাধান হবে, তা নয়। বাড়াতে হবে দলের জনসংযোগ, মানুষকে করতে হবে বামমুখী। এবার দলের জনসংযোগ বাড়াতেই এক নতুন পরিকল্পনা নিল সিপিএম।

আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে রাজ্যের বেশকিছু দল তাদের জনসংযোগ বাড়াবার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। যেমন রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি, বঙ্গধ্বনি কর্মসূচি। এর পরিপ্রেক্ষিতে বিজেপি গ্রহণ করেছে আর নয় অন্যায়, চায়ে পে চর্চার মত জনসংযোগ মূলক কর্মসূচি। এই পরিস্থিতিতে এবার সিপিএম গ্রহণ করতে চলেছে ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচি। যে কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি জনগণের কাছে তুলে ধরা হবে। এভাবে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের জনসংযোগ বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে চলেছে সিপিএম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিপিএম সূত্র থেকে জানা যাচ্ছে যে, আগামীকাল অর্থাৎ ৩ রা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সিপিএমের ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচি। আগামীকাল কলকাতার ৭৫, ৭৬ নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির গোড়াপত্তন। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কথা বলবেন সিপিএমের কর্মীরা। মানুষের বাড়ি বাড়ি পৌঁছে জানতে চাইবেন বেকারদের যন্ত্রণার কথা। জানাবেন কেন্দ্রের বঞ্চনার কথা। মানুষের কাছে জানতে চাইবেন – কোন শ্রমিক ভাতা থেকে বঞ্চিত? কোন বাড়িতে কতজন মানুষ ভুগছেন বেকারত্বের জ্বালায়? জীবিকার সন্ধান তাদের কি আদৌ দিতে পেরেছে সরকার? এসব তথ্য জোগাড় করবেন তাঁরা। এর সঙ্গে সঙ্গেই যোগাযোগ করবেন তরুণ প্রজন্মের সঙ্গে। আগামী ৩১ সে জানুয়ারি পর্যন্ত চলবে এর প্রথম দফার কর্মসূচি।

‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচী প্রসঙ্গে সিটু নেতা অনাদি সাহু জানালেন যে, এই কর্মসূচি কলকাতা থেকে শুরু হবে, তবে গোটা রাজ্যে এই কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জন বিরোধী নীতি সম্পর্কে মানুষকে বোঝানো হবে। তার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের সমস্যার কথা জানবেন তাঁরা। অন্যদিকে আগামী ১৮ ই জানুয়ারি বাম দলের কর্মী ও সমর্থকরা জেল ভরো ও আইন অমান্য কর্মসূচি পালন করতে চলেছেন। এভাবে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে লাল ঝড় তুলতে উদ্যোগী হল বাম শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!