এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > রাজ্য জুড়ে তীব্র করোনার আবহে, কেমন চলছে আজকের ভোটদান পর্ব?

রাজ্য জুড়ে তীব্র করোনার আবহে, কেমন চলছে আজকের ভোটদান পর্ব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাজ্যে সপ্তম দফায় ভোট গ্রহণ চলছে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ ৫ টি জেলার ৩৪ টি আসনে ভোটগ্রহণ রয়েছে। যার মধ্যে রয়েছে খোদ কলকাতার ৪ টি আসন। এছাড়াও দক্ষিণ দিনাজপুরের ৬ টি আসন, মালদহের ৬ টি আসন, মুর্শিদাবাদের ৯টি আসন, পশ্চিম বর্ধমানের ৯টি আসনে ভোটদান চলছে।

আজ সকালে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে, করোনা সংক্রান্ত সমস্ত প্রোটোকল মেনে, সকলে যেন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজ সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার রয়েছে ১৭.৯৫ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে আজ সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৭০ শতাংশ, মালদহে পড়েছে ১৮.৮৪ শতাংশ, মুর্শিদাবাদে পড়েছে ১৯.৫৪ শতাংশ, কলকাতায় ১৩.০৯ শতাংশ, পশ্চিম বর্ধমানে ১৭.০৭ শতাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবারের নির্বাচনে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোট করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বামফ্রন্ট। কিন্তু এবার ভোটদানে অংশগ্রহণ করতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থতার কারণে চিকিৎসকেরা ভোটকেন্দ্রে যেতে তাঁকে নিষেধ করেছেন। আবার নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালটে তিনি ভোট দান করতে পারেননি। এ কারণেই এবার গণতন্ত্রের উৎসবে যোগদান করতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!