এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য জ্বালানি তেলের ভ্যাট না কমালে, মানুষকেই পথে নামার নিদান দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

রাজ্য জ্বালানি তেলের ভ্যাট না কমালে, মানুষকেই পথে নামার নিদান দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি থেকে মানুষকে কিছুটা রেহাই দিতে পেট্রোল ও ডিজেলের ওপরে এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র। এর ফলে পেট্রোলের দাম পাঁচ টাকা, ডিজেলের দাম দশ টাকা কমেছে। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছিল যে, রাজ্যগুলোও যেন পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দেয়। তবে রেহাই মিলবে মানুষের। তবে, পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্য এখনো পর্যন্ত পেট্রোপণ্যের উপরে ভ্যাট কমায়ই নি। এবার এবিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন যে, কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের উপর শুল্ক কমিয়ে দিলেও কোন কোন রাজ্য এখনো পেট্রোল ও ডিজেলের উপর থেকে ট্যাক্স কেন কমাচ্ছে না? তিনি জানালেন, যে রাজ্যগুলি এখনো জ্বালানির উপরে ট্যাক্স কমায়নি, সেখানে সাধারণ মানুষের সরব হওয়া উচিত। রাজ্য সরকারকে প্রশ্ন করা উচিত, কেন জ্বালানির ওপরে ভ্যাট কমানো হচ্ছে না?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, অতিমারীর ধাক্কা সামলে নিয়ে ঘুরে দাড়াচ্ছে দেশের অর্থনীতি। নতুন ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে। এর সঙ্গে সঙ্গেই পেট্রোপণ্যের উপর ভ্যাট না কমানোর কারণে একাধিক রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

প্রসঙ্গত, বেশকিছু বিজেপি শাসিত রাজ্য ও কিছু অবিজেপি রাজ্য পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দিলেও পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের মত কিছু রাজ্য এখনো তা করেনি। যে মুখ্যমন্ত্রী পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন, বারবার কেন্দ্রের বিরুদ্ধে দোষারোপ করেছেন, এবার কেন্দ্র পেট্রোপণ্যের উপর এক্সাইজ ডিউটি কমিয়ে দিলেও, রাজ্য জ্বালানি তেলের ওপরে এখনো ভ্যাট কমায় নি। পশ্চিমবঙ্গে পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দেবার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!