এখন পড়ছেন
হোম > Uncategorized > রাজ্যপাল ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একেবারে দ্বিমুখী আক্রমণ বিধানসভার স্পিকারের

রাজ্যপাল ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একেবারে দ্বিমুখী আক্রমণ বিধানসভার স্পিকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ স্পিকারদের সর্বভারতীয় সম্মেলনে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে একযোগে সরব হলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, লোকসভার সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে, লোকসভার স্পিকারের কাছে অনুমতি নিতে হয়। কিন্তু বিধানসভার ক্ষেত্রে স্পিকারের অনুমোদন দেয়া হচ্ছে না। অন্য জায়গা থেকে যা নেওয়া হচ্ছে । এটি বিধানসভার মর্যাদার বিরোধী।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, লোকসভার সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে সেখানে লোকসভার স্পিকারের অনুমোদন নিতে হয়। কিন্তু বিধানসভার ক্ষেত্রে অন্য জায়গা থেকে দেয়া হচ্ছে অনুমোদন। বিধানসভার কিছু বিধায়ক রাজ্যপালের কাছে সরাসরি চলে যাচ্ছেন। আর তাঁদের অভিযোগ শুনে বিধানসভার খুঁটিনাটি বিষয়ে রাজ্যপাল নাক গলাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন, বিধানসভায় কোন ক্ষেত্রে কোন সমস্যা হলে বিধানসভাই দিতে পারে তার সমাধান। কিন্তু তাঁকে না জানিয়েই আদালতে যাওয়া হচ্ছে। আর আদালত সেই সমস্ত অভিযোগ গ্রহণ করছে। স্বয়ং রাজ্যপাল বিভিন্নভাবে বিধানসভার স্পিকারের কাজে হস্তক্ষেপ করছেন। বিধানসভার বিভিন্ন কাজে হস্তক্ষেপ করছেন তিনি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান যে, কোনো সাংসদের ক্ষেত্রে যদি কোন কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ গ্রহণ করতে চায়, তবে সংসদের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু বিধায়কদের ক্ষেত্রে তা করা হচ্ছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!