এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপাল সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূতভাবে বিজেপির এজেন্টের মত কাজ করছেন-বিস্ফোরক তৃণমূল নেতা

রাজ্যপাল সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূতভাবে বিজেপির এজেন্টের মত কাজ করছেন-বিস্ফোরক তৃণমূল নেতা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বড়দিনের দিনেও রাজ্য ও রাজ্যপাল সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি হাওড়া থেকে ১৬ টি ওয়ার্ড নিয়ে পৃথক পুরসভা হিসেবে বালিকে বিচ্ছিন্ন করে দেবার প্রস্তাব দেয়া হয়েছে। এই বিলটি রাজ্যপালের কাছে দেয়া হলে, এটি সম্পর্কে বিশদে জানতে তিনি সময় চেয়েছিলেন। কিন্তু গণমাধ্যমে ছড়িয়ে পড়ে রাজ্যপাল এই বিলে স্বাক্ষর করে দিয়েছেন এরপর এ বিষয়ে বক্তব্য রাখেন রাজ্যপাল ।

এ প্রসঙ্গে রাজ্যপাল স্পষ্ট জানান, হাওড়া থেকে বালিকে বিচ্ছিন্ন করার সংশোধনী বিলটিতে তিনি স্বাক্ষর করেননি। রাজ্যপালের এই পদক্ষেপের ফলে হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে তৈরি হয়েছে সংশয়। এবার এই ইস্যুতে রাজ্যপালকে প্রবল কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।
এ প্ৰসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ জানালেন, রাজ্যপাল কখন কি বলেন? কখন কি করেন? তা তার ব্যাপার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সই যদি আদৌ তিনি না করে থাকেন, তাহলে তাঁর উচিত সই করে দেওয়া। রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূতভাবে কাজ করে চলেছেন। রাজ্যপালের পদ সাংবিধানিক। তারা সম্মান করেন। কিন্তু ব্যক্তি জাগদীপ ধনকার বিজেপির এজেন্টের মত কাজ করছেন। পশ্চিমবঙ্গে বিজেপি প্রত্যাখ্যাত হচ্ছে। বিজেপি নেতারা যখন ডুবছেন, তখন বিজেপির হয়ে কি করা যায়? সেটাই তাঁর অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানালেন, হাওড়ার পুর বিলটি জনসাধারণের বিল বলে রাজ্য সরকার চালিয়ে দিয়েছে। এখন সমস্যা তৈরি হয়েছে। রাজ্যপালের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত রাজ্য সরকারের। যার মিডিয়া ট্রায়াল জারি হতে পারে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!