এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এবার লোকসভার দ্বারস্থ তৃণমূল, চড়ছে পারদ রাজনীতি মহলে

রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এবার লোকসভার দ্বারস্থ তৃণমূল, চড়ছে পারদ রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এবার লোকসভার দ্বারস্থ হলো তৃণমূল। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হলেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্যপাল জগদীপ ধনকর সংবিধান-বহির্ভূত ও অনৈতিকভাবে ভাবে বিধানসভার কাজে হস্তক্ষেপ করছেন।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, বিধানসভার আভ্যন্তরীণ প্রশাসনের কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি অভিযোগ করেছেন, বিধানসভা রাজ্যপালের এক্তিয়ার ভুক্ত নয়। এটি অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত। কিন্তু কোন বিল রাজ্যপালের কাছে পাঠানো হলে, রাজ্যপাল সেখানে স্বাক্ষর দিচ্ছেন না, সেই বিল তিনি ফেরত পাঠিয়ে দিচ্ছেন। তিনি অভিযোগ করেছেন, বিলে কোনও ত্রুটি না থাকলেও কেন রাজ্যপাল এমন করছেন? তা তিনি জানেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর ফলে রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ বিলের আইনে পরিণত হতে বাধার সৃষ্টি হচ্ছে। রাজ্যপালের এই আচরণ অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার ইতিহাসে এক্তিয়ার বহির্ভূত ভাবে কখনো কোন রাজ্যপাল এমন করেননি। পরিষদের কাজকর্মে ও দরিদ্র মানুষের স্বার্থে পাস হওয়া বিলে স্বাক্ষর দিতে এমন পদক্ষেপ গ্রহণ করেননি কোন রাজ্যপাল। আবার এর সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন নিয়েও বক্তব্য রেখেছেন বিধানসভার স্পিকার।

তিনি অভিযোগ করেছেন, ২০২০ সালে রাজ্যে করোনা আক্রান্ত ৮ জন বিধায়কের মৃত্যু হয়েছিল, ২০২১ সালে করোনা আক্রান্ত ২ জন বিধায়কের মৃত্যু হয়েছে। ৮ দফায় নির্বাচন করার জন্যই এমনটা হয়েছে। মুখ্যমন্ত্রী ২, ৩ দফায় নির্বাচন করার কথা বলেছিলেন। কিন্তু সে কথা শোনা হয়নি। তিনি অভিযোগ করেছেন, একাধিক রাজ্যে মাত্র ১ দফাতে ভোট হয়েছে। মুখ্যমন্ত্রী ২ দফা অথবা ৩ দফায় ভোট করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কমিশন তার কোনো গুরুত্ব দেয়নি।

এভাবে নির্বাচন কমিশন সহ রাজ্যপালের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একাধিক অভিযোগ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ পাওয়ার পর লোকসভার স্পিকার কি ব্যবস্থা গ্রহণ করেন? সে দিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলের। তবে, বিধানসভার স্পিকারের এই পদক্ষেপের ফলে রাজ্য ও রাজ্যপাল সংঘাত যে তীব্র আকার ধারণ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!