এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালকে ঘিরে আপত্তিকর বক্তব্য তৃণমূল নেতার, ফের নবান্ন-রাজভবন সংঘাতের বড়রকম সম্ভাবনা

রাজ্যপালকে ঘিরে আপত্তিকর বক্তব্য তৃণমূল নেতার, ফের নবান্ন-রাজভবন সংঘাতের বড়রকম সম্ভাবনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন কোন বিষয় নয়। বারবার রাজ্য সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা করেছেন রাজ্যপাল। আর তাতেই আগুনে ঘি পড়েছে। কিন্তু এবার রাজ্যপালকে নিয়ে যেভাবে আপত্তিকর বক্তব্য রেখেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তাতে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সংঘাতের বড় রকম সম্ভাবনা তৈরি হল বলেই অভিজ্ঞ মহলের দাবি।

সম্প্রতি রাজ্যে বিনিয়োগ আনার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বিদেশ সফরের অনুরোধ করেছিলেন। মুখ্যমন্ত্রীর এই অনুরোধে সম্মতি জানিয়েছেন রাজ্যপাল। তবে এরপরেই রাজ্যপাল টুইট করে জানিয়েছেন যে, বিশ্ববাণিজ্য সম্মেলন নিয়ে এক বছর আগে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি চিহ্নিত করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার কোন জবাব তিনি পাননি। রাজ্যপাল জানিয়েছেন, এই বিষয়টি তাঁকে ভাবাচ্ছে। শিল্পে প্রস্তাব নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সাফল্যের দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তব অবস্থা অন্য কথা বলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপাল আরো একটি টুইট করে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, শুধুমাত্র বিজ্ঞাপন বিবৃতির ওপর কখনোই বিশ্বাস করা যায় না। সমস্ত তথ্য প্রমাণ যাচাই করে দেখে নিতে হয়। সেটা হল তাদের কর্তব্য। রাজ্যপালের টুইট করার পর তাঁকে একেবারে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইট করে তিনি জানালেন, গতকাল তিনি ছিলেন একজন রাজ্যপাল, ছিল প্রশংসা। কিন্তু আজ তিনি বিজেপির দলদাস, যার মুখে রয়েছে সমালোচনা। তিনি দাবি করেছেন, নিজের চাকরি বাঁচানোর জন্য এমনটা করেছেন রাজ্যপাল।

বাংলার রাজনীতিতে রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন কোন বিষয় নয়। রাজ্যের দায়িত্ব নেবার পর থেকেই রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ দেখা গেছে। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যেমন রাজ্যপাল বারবার সরব হয়েছেন, তেমনি ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ, বেকারত্ব, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, পুলিশি ব্যবস্থা নিয়েও বারবার সরব হয়েছেন রাজ্যপাল। তবে, এবার যেভাবে তাঁর সমালোচনা করেছেন কুনাল ঘোষ, যেভাবে তাকে কটাক্ষ করেছেন, যা থেকে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে বড় রকম সংঘাত বাঁধতে পারে বলেই মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!