এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য সরকারি প্রকল্পের প্রচারে গিয়ে গ্রামবাসীদের তীব্র ক্ষোভের মুখে হেভিওয়েট তৃণমূল মন্ত্রী

রাজ্য সরকারি প্রকল্পের প্রচারে গিয়ে গ্রামবাসীদের তীব্র ক্ষোভের মুখে হেভিওয়েট তৃণমূল মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে বেহাল রাস্তার সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের সংকল্প নিয়ে মুখ্যমন্ত্রী পথশ্রী অভিযানের সূচনা করেছিলেন গত মাসের শেষ সপ্তাহে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। জলপাইগুড়ি সহ রাজ্য জুড়ে শুরু হয় পথশ্রী অভিযান কর্মসূচি শাসক দলের পক্ষ থেকে। গতকাল শুক্রবার পথশ্রী অভিযান কর্মসূচি নিয়ে বীরভূম জেলার সাঁইথিয়ার ভালদা গ্রামে গিয়েছিলেন সংশ্লিষ্ট তৃণমূল বিধায়ক লীলাবতী সাহা। গ্রামে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো বিধায়ককে। শেষ পর্যন্ত পুলিশের চেষ্টায় নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।

গতকাল পথশ্রী অভিযান কর্মসূচি উপলক্ষে সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের ভালদা থেকে চকডাঙাল পর্যন্ত রাস্তার কাজের সূচনার প্রারম্ভিক অনুষ্ঠানে গিয়েছিলেন বিধায়ক লীলাবতী সাহা। গ্রামে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, ভালদা গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। দীর্ঘদিন ধরে তাঁরা বিদ্যালয় নির্মাণের দাবি জানিয়েছেন। কিন্তু তাদের দাবি মতো সংশ্লিষ্ট স্থানে প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পরিবর্তে স্বনির্ভর গোষ্ঠীর ভবন নির্মাণের প্রতিবাদে তাঁরা বিক্ষোভের আয়োজন করলেন। বিক্ষোভ ও প্রতিবাদ এর মাত্রা ক্রমশ বাড়তে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের এই ঘটনা প্রসঙ্গে সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েত প্রধান তুষার রায় জানালেন, ” গ্রামের কিছু বিজেপির লোক উন্নয়নকে প্রতিহত করতে চেয়ে গণ্ডগোল করেছে। আমরা থানায় অভিযোগ জানাব। ওই জমিতে প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণের দাবি আমরা কখনও শুনিনি।” অন্যদিকে এ প্রসঙ্গে সাঁইথিয়ার বিধায়ক লীলাবতী সাহা জানালেন যে, সমস্ত বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।

অন্যদিকে গতকালের এই ঘটনা প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল এর বক্তব্য, ” স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভুল বুঝিয়ে তৃণমূল ফায়দা তুলছে। গ্রামের মানুষ প্রাথমিক বিদ্যালয়ের জন্য সঠিক দাবি করছেন।” কারণ যাই থাকুক না কেন গতকাল খোদ বিধায়কের সামনে যেভাবে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা, তার ফলে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হলো শাসকদল তৃণমূলকে। এমনি অভিমত বিভিন্ন রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!