এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সভাপতির উপরে তৃণমূলের হামলা, এবার সরাসরি নবান্নের ঘুম ওড়াতে পদক্ষেপ বিজেপির

রাজ্য সভাপতির উপরে তৃণমূলের হামলা, এবার সরাসরি নবান্নের ঘুম ওড়াতে পদক্ষেপ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা। আর এই নিয়েই দিনভর উত্তপ্ত রইল কলকাতার রাজনৈতিক পরিবেশ। শুধু তাই নয়, এই ঘটনা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়েছে কলকাতার রাজপথ। জায়গায় জায়গায় দেখা গেছে রাজ্য বিজেপি শিবিরের পক্ষ থেকে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি আয়ত্তে আনতে রীতিমতো পুলিশকে বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধে নামতে হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, বুধবার সকালে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপর বেশ কিছু দুষ্কৃতী হামলা করে ভেঙে দেয় তাঁর গাড়ির কাঁচ।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বাংলার রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র চাঞ্চল্য। অন্যদিকে বিজেপি কর্মীরা এই খবরের রেশ ধরে শুরু করে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন। এমনকি বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক নবান্ন অভিযানেরও চেষ্টা করে আজ। কিন্তু দ্বিতীয় হুগলি সেতুর ওপর পুলিশ তাঁদের বাধা দেয়। সূত্রের খবর, এই নিয়ে রীতিমতো খণ্ডযুদ্ধ চলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। এদিন নিয়ম অনুযায়ী প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

এই সময় তাঁর গাড়ি ভাঙচুর হয় বলে জানা গেছে। রাজ্য বিজেপি সভাপতি অভিযোগের আঙুল তোলেন তৃণমূল কংগ্রেসের দিকে। দিলীপ ঘোষের অভিযোগের উপর ভিত্তি করে তীব্র ক্ষোভে ফুঁসছে রাজ্যের বিজেপি কর্মীরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপর দিনেদুপুরে যেভাবে হামলা হল তা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের বিভিন্ন নেতা। ইতিমধ্যে বিজেপি সাংসদ এর পক্ষ থেকে লেদার কমপ্লেক্স থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপি সাংসদ তথা সভাপতি দিলীপ ঘোষ এদিন জানিয়েছেন, তিনি লেদার কমপ্লেক্স এলাকায় বাজারে ঢুকতে গেলে তাঁকে বেশ কয়েকজন যুবক আক্রমণ করে। অন্যদিকে জানা গেছে, দিলীপ ঘোষের উপর আক্রমণের ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁকে সরাসরি ফোন করে খোঁজখবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও দিলীপ ঘোষ আক্রান্ত হলেও তাঁর কোন চোট লাগেনি বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে দিলীপ ঘোষ এদিন দাবি করেন, তাঁর ওপর হামলার ঘটনার পেছনে তৃণমূলের দুষ্কৃতীরা রয়েছে।

আগামী দিনে রাজ্যের মসনদ হারানোর ভয়ে তাঁরা বিজেপির ওপর ক্রমাগত আক্রমণ চালাচ্ছে। এই ঘটনায় অবশ্য এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে, পুলিশের হাতে অবশ্য এখনো অভিযুক্তরা ধরা পড়েনি বলে জানা গেছে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতির ওপর এই হামলাকে বিজেপি মোটেই হালকা ভাবে নিচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন থেকে সে কথাই স্পষ্ট বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনা রাজনৈতিক হামলা কিনা সে কথা অবশ্য এখনো প্রমাণ হয়নি। আপাতত এই ঘটনার মোড় কোন দিকে যায়, সেদিকে লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!