এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > রাজ্য থকে বর্ষার বিদায় নেওয়ার পালা ! দেখে নিন আজ আবহাওয়ার কি পূর্বাভাস ?

রাজ্য থকে বর্ষার বিদায় নেওয়ার পালা ! দেখে নিন আজ আবহাওয়ার কি পূর্বাভাস ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বৃহস্পতিবার  রাজ্যে মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গুলিতে আকাশে রয়েছে পরিষ্কার, তবে উত্তরবঙ্গে আজও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আগামী 48 ঘন্টা পর্যন্ত  হাওয়াআ  অফিসে থাকে। গুটি গুটি পায়ে বিদায় নিতে চলেছে রাজ্যে  থেকে বর্ষা । নিম্নচাপ সরতেই রাজ্যে জুড়ে  শীতের আমেজের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। প্রচণ্ড গরম ও বৃষ্টির পর রাজ্যে চলতি  সপ্তাহেই বিভিন্ন জেলাগুলিতে  শীতের আমেজ অনুভূত হবে তা  একপ্রকার স্পষ্ট হতে চলেছে ।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ বিহারের দিকে সরে যাওয়ায় উত্তরের  হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। তার ফলে শুক্রবার থেকে কলকাতার তাপমাত্রা কমতে শুরু করবে।২-৩ ডিগ্রি কমে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সেই সঙ্গে উত্তুরে হাওয়ায় কিছুটা শীতশীত ভাব অনুভূত হবে।

 

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!