এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বাঁধ মানছে না করোনা সংক্ৰমণ ও মৃত্যু! পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কঠোরতম পদক্ষেপের পথে পুলিশ?

বাঁধ মানছে না করোনা সংক্ৰমণ ও মৃত্যু! পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কঠোরতম পদক্ষেপের পথে পুলিশ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবছর করোনার ভ্রুকুটির মধ্যেই শোনা যাচ্ছে দূর্গাপূজার বাদ্য। তবে, রাজ্যে কিছুদিন ধরে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমনের বিষয়ে রাজ্যবাসীকে একাধিকবার সচেতন করা হলেও উল্লেখযোগ্য কোন কাজ হয়নি। তাই আজ থেকে রাজ্যে করোনা সংক্রমণ রোধের বিষয়ে বিশেষভাবে তৎপর হলো রাজ্য পুলিশ। প্রসঙ্গত গতকাল সোমবার এক জনস্বার্থ মামলার রায়দান কালে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির বিচার করে একাধিক বিধিনিষেধ জারি করা হয়।

আর এই সমস্ত নির্দেশিকাগুলি কঠোরভাবে মেনে চলতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। তারপর আজ থেকেই রাজ্যে দেখা গেল পুলিশের বিশেষ তৎপরতা। প্রসঙ্গত কিছুদিন ধরেই রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছেন প্রায় ৪০০০ এর কাছাকাছি মানুষ। যদিও তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠছেন ৩১০০ -৩৩০০ জন মানুষ। অর্থাৎ প্রতিদিন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন ৭০০ – ৯০০ জন মানুষ। আবার প্রতিদিন করোনার কারণে মৃত্যু ঘটছে ৬০ জনেরও বেশি মানুষের। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বারবার মানুষকে সচেতন করা হলেও, জনগন এখনো সেভাবে সচেতন হতে পারেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানে স্থানে অমান্য করা হচ্ছে স্বাস্থবিধি সুযোগ পেলেই। সামাজিক দূরত্ব না মেনে, অনেক সময় মাস্ক ছাড়াই পথে নামছেন বহু মানুষ। এবার করোনা সংক্রমণ ঠেকাতে পথে নামল পুলিশ। লকডাউনের সময় রাজ্যের পুলিশ কঠোর ভূমিকা পালন করেছিল। সম্প্রতি আবার পুলিশকে দেখা যাচ্ছে সেই ভূমিকায়। বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূম জেলাতে পুলিশের বিশেষ ধরপাকড় শুরু হলো। বীরভূম জেলায় বেশকিছু মানুষকে সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে মাস্ক না পরে রাস্তায় বের হতে দেখা গেছে। বীরভূমের বিভিন্ন থানাতে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্যকারী ব্যক্তিদের আটক ও গ্রেপ্তার করল পুলিশ।

বীরভূম জেলার সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, দুবরাজপুর, রামপুরহাট, মহঃবাজার, সাঁইথিয়া সহ সমস্ত থানায় পুলিশের অভিযান চললো। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ সকাল ১০ টা পর্যন্ত শুধুমাত্র সিউড়ি থানার অন্তর্গত এলাকা থেকেই ৬৪ জনকে পুলিশ আটক করেছে ও ২৭ জনকে করেছে গ্রেপ্তার। এভাবেই বীরভূম জেলা জুড়ে চলছে পুলিশের ধরপাকড়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশের এই অভিযান কয়েকদিন ধরে টানা চলবে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করা হয়েছে যে, দুর্গাপূজার সময় মানুষকে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ প্রসঙ্গে ডিএসপি ডিএনটি দেবী দয়াল কুন্ডু জানিয়েছেন, ” পুজোর সময় আমরা সিউড়ি শহরের বিভিন্ন এলাকায় যান নিয়ন্ত্রণ করবো। টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জরুরী যানবাহন ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি পরিস্থিতির উপর বিচার করে মোটরবাইক চলাচলও নিয়ন্ত্রণ করা হতে পারে। আর মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য স্পেশাল ড্রাইভ চলতে থাকবে।” এভাবেই করোনা সংক্রমণ রোধে বিশেষ ভূমিকা পালন করতে শুরু করলো পুলিশ আজ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!