এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালের কঠিন প্রশ্নবানে কি বেসামাল তৃণমূল? হেভিওয়েট নেতাদের কুকথার বান ঘিরে উঠছে প্রশ্ন

রাজ্যপালের কঠিন প্রশ্নবানে কি বেসামাল তৃণমূল? হেভিওয়েট নেতাদের কুকথার বান ঘিরে উঠছে প্রশ্ন

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে দীর্ঘদিন আগেই কুকথার ঝড় প্রবেশ করেছে। এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সময় যত যাবে ততই এই ঝড় বাড়বে বৈ কমবে না। বর্তমানে কুকথা বা অবমাননাকর মন্তব্য বাংলার রাজনীতির অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। একে-অপরকে আক্রমণ করতে গিয়ে প্রায়শই প্রয়োগ হচ্ছে নানান রকম কুকথা। তা সে যেকোন রাজনৈতিক দলই হোক কিংবা সাংবিধানিক প্রধান কেউই এই কুকথা থেকে বাঁচতে পারছেন না। রাজ্যপাল জগদীপ ধনকর প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রশ্ন তোলেন।

রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত ব্যাপারেই রাজ্যপাল কোণঠাসা করেন প্রশাসনকে। রাজ্যের শাসক দল তৃণমূলের বিভিন্ন ছোট বড় নেতারাও রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে বিভিন্ন সময় কুকথা প্রয়োগ করে থাকেন। তাই নিয়ে এবার তৃণমূলকে হুঁশিয়ার করল আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয়। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল রাজ্যপালকে বলিষ্ঠ ব্যক্তি এবং বিশিষ্ট আইনজীবী বলে ভূষিত করেছেন। রাজ্যপালের পক্ষে অসাংবিধানিক মন্তব্য করা কোনোভাবেই সম্ভব নয় বলে দাবী বাবুলের।

এই মন্তব্যের জবাবে নতুন করে আবারও রাজ্যপালকে কটুক্তি করে বসলেন তৃণমূলের এক হেভিওয়েট নেতা। বাবুলকে আক্রমণ করতে গিয়ে এদিন আসানসোলের মেয়র তথা জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি রীতিমতো কটাক্ষ করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে লাইনজীবী বলে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, মোদির সঙ্গে লাইন করেই এখানে টিকে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর সাংবিধানিক প্রধান হয়ে। যেভাবে রাজ্যপাল আরএসএস এবং বিজেপির নীতি মেনে চলেন তা নিয়ে তীব্র কটাক্ষ প্রকাশ করেছে এদিন জিতেন্দ্র তিওয়ারি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তৃণমূলের এই নেতার মন্তব্য করার সাথে সাথেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অন্যদিকে সাংবাদিক সম্মেলন ডেকে এদিন জিতেন্দ্র তিওয়ারি বাবুল সুপ্রিয়কে মিথ্যাবাদী বলে দাবি করলেন। তাঁর মতে, যে কাজ বাবুল করেননি, তার কৃতিত্ব নিতেই বাবুল মিথ্যা কথা বলছে অহরহ। জিতেন্দ্র তিওয়ারির কথায়, কুলটির জলপ্রকল্প থেকে শুরু করে আসানসোলের যাবতীয় উন্নয়নের কৃতিত্ব বাবুল নিতে চাইছেন। এদিন বাবুল সুপ্রিয় সম্পর্কেও তীব্র বিদ্রুপ করেন জিতেন্দ্র তিওয়ারি।

তিনি বলেন, বাবুল যা বলছেন তার প্রতিটি কথাই অসত্য। বিশেষজ্ঞদের মতে, রাজনীতির বাজারে কটাক্ষ-প্রতি কটাক্ষের ভীড় সর্বদাই চোখে পড়ে। কিন্তু কখনো কখনো সেখানে কুকথার মাত্রা এতটাই ছাড়িয়ে যায়, যা রীতিমতো শালীনতার সীমা লংঘন করে। যথারীতি বিতর্ক তৈরি হয়। তবে রাজনৈতিক মহলের একাংশ এদিন প্রশ্ন তুলেছেন, যেভাবে তৃণমূলের ছোট বড় নেতারা রাজ্যপালকে একের পর এক কটাক্ষ করেন, কথা বলেন তাতে কি এটাই প্রমাণ হচ্ছে না যে রাজ্যপাল তৃণমূল প্রশাসনকে কোণঠাসা করতে সফল হচ্ছেন!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!