এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যপালের পর বিশিষ্টজন, ভোট পরবর্তী হিংসা নিয়ে দরবার রাষ্ট্রপতির কাছে

রাজ্যপালের পর বিশিষ্টজন, ভোট পরবর্তী হিংসা নিয়ে দরবার রাষ্ট্রপতির কাছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের নানা স্থানে শুরু হয়েছে ভোট-পরবর্তী সন্ত্রাস। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বেছে বেছে তাদের কর্মীদের মারধোর, হেনস্থা, জুলুমবাজি, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, এমনকি হত্যা পর্যন্ত করা হয়েছে। বারবার অভিযোগ আসার পর কেন্দ্রীয় সরকার রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠায়। রাজ্যপাল জগদীপ ধনকর একাধিকবার এ বিষয়ে সতর্ক করেছেন রাজ্য সরকারকে। আর এবার রাজ্যে ভোট-পরবর্তী সন্ত্রাস বন্ধে রাষ্ট্রপতির দরবারে উপস্থিত হলেন একাধিক বিশিষ্ট জন।

গতকাল দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন একাধিক বিশিষ্ট জন। যাদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত ভাস্বতী মুখোপাধ্যায় ও মহারাষ্ট্রের অবসরপ্রাপ্ত ডিজিপি প্রবীণ দীক্ষিত প্রমুখরা। রাজ্যের ভোট পরবর্তী হিংসাত্মক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে বার্তা দেন তাঁরা। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের পুলিশ-প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে, তার দাবি করেছেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল তাঁরা অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্তা, প্রাক্তন বিচারপতি, বিচারক, পুলিশ আধিকারিক সহ মোট ১৪৬ জনের স্বাক্ষর করা একটি স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। রাজ্যের ভোট পরবর্তী অশান্ত পরিস্থিতি শান্ত করতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরিবারকে সাহায্য করতে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে গতকাল রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সরব হলেন দেশের মোট ১২ জন আইনজীবী। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত আছে, তাদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সুপ্রিম কোর্টে গিয়ে তাঁরা সিট গঠনের দাবি করেছেন, দাখিল করেছেন পিটিশন। তাঁদের এই পদক্ষেপ রাজ্য সরকারের অস্বস্তি যথেষ্ট বাড়িয়ে দিল বলেই, মনে করছেন একাধিক বিশিষ্ট মহল।

প্রসঙ্গত, রাজ্যের নানা স্থান থেকে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ বারবার আসার পর একাধিক স্থান নিজে গিয়ে পরিদর্শন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কোচবিহার যেমন তিনি পরিদর্শন করেছেন, তেমনি পরিদর্শন করেছেন নন্দীগ্রাম। আক্রান্ত মানুষদের সঙ্গে নিজে কথা বলেছেন তিনি। বারবার রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি। যার ফলে তিনি হয়েছেন শাসকদলের চক্ষুশূল। আর এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির দরবারে উপস্থিত হলেন বিশিষ্টজনেরা ও সুপ্রিম কোর্টে উপস্থিত একাধিক বিচারপতি। যার দ্বারা তাঁরা রাজ্য সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন বলেই, একাধিক রাজনৈতিক বিশ্লেষকের অভিমত। এটাই এখন দেখার যে, জল এবার কতদূর গড়ায়?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!