এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্যপালকে নিশানা করে বিতর্কিত ফেসবুক পোস্ট হেভিওয়েট তৃণমূল নেতার

রাজ্যপালকে নিশানা করে বিতর্কিত ফেসবুক পোস্ট হেভিওয়েট তৃণমূল নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের নানা স্থানে ভোট পরবর্তী হিংসার বারবার অভিযোগ উঠেছে। একাধিক স্থানে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ পাওয়ার পর কোচবিহার, নন্দীগ্রাম পরিদর্শন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিকে, কোচবিহার জেলায় দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহর উপরে হামলা করা হয়েছিল বলে, অভিযোগ করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই তাঁকে মারধর ও হেনস্থা করা হয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের পর প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর উপরে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অকষ্মাৎ হামলায় তাঁর মাথা ফেটে গিয়েছিল, তাঁর হাত ভেঙে গিয়েছিল। প্রথমে দিনহাটার মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। তবে, আঘাত গুরুতর থাকার কারণে তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে আজ তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন। যেখানে তিনি তাঁর ভাঙ্গা হাতের ছবি তুলে ধরেছেন। এই পোষ্টটিতে তিনি লিখেছেন,”যতদিন না হাতের এই দাগ মিলিয়ে যাচ্ছে ততদিন জগদীপ বাবুকে বারবার দিনহাটায় আসতে হবে বিজেপি কর্মীদের সান্ত্বনা দিতে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই পোস্টকে ঘিরে তীব্র বিতর্কর সৃষ্টি হয়েছে। কেন তিনি এই পোস্ট করলেন? তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তবে, এ বিষয়ে কোনো বক্তব্য রাখেননি প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। এ প্রসঙ্গে তিনি শুধু জানিয়েছেন, এই ছবিটি তিনি পোস্ট করেছেন ফেসবুকে। যার যেরকম মনে হবে, তিনি সেরকম করে ব্যাখ্যা করবেন। এর ব্যাখ্যা করার দায়িত্ব তিনি নেননি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ফেসবুক পোস্ট দেবার মাধ্যমে রাজ্যপাল জগদীপ ধনকরকেই নিশানা করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। কিছুদিন আগেই রাজ্যপাল কোচবিহারের দিনহাটাতে গিয়েছিলেন। সেখানে সাধারণ মানুষের ওপর প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে বলে, অভিযোগ করেছিলেন তিনি। অনেকে মনে করেছেন, তাঁর এই অভিযোগের পাল্টা জবাব হিসেবে আজ এই ফেসবুক পোস্ট করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক সোশ্যাল মিডিয়া ও রাজনীতি মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!