এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রাজ্যপাল উগ্রপন্থীদের জায়গা দিচ্ছেন” – এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল সাংসদ

“রাজ্যপাল উগ্রপন্থীদের জায়গা দিচ্ছেন” – এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক অম্ল-মধুর। রাজ্য সরকারকে নানা বিষয় নিয়ে একাধিকবার সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আবার রাজ্যপালের বিভিন্ন মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন রাজ্য সরকারের তথা রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতা, মন্ত্রী। এবার রাজ্যপালের বিরুদ্ধে তীব্র ভাবে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানালেন, ” রাজ্যপাল উগ্রপন্থীদের জায়গা দিচ্ছেন। ”

প্রসঙ্গত, রাজ্যের আইন-শৃঙ্খলা, প্রশাসন, পুলিশ, শিক্ষাব্যবস্থা সহ নানা বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের বিভিন্ন কার্যকলারের তীব্র সমালোচনা করেছেন তিনি। রাজ্যের কোন স্থানে বিশৃংখলা দেখা দিলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। একসময় রাজ্য সরকারকে তিনি হীরক রাজার দেশের সঙ্গে তুলনা করেছিলেন। গতকাল হাওড়া জেলার ডোমজুড়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল ডোমজুড়ের এই জনসভা থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সম্পর্কে বললেন যে, রাজ্যপাল উগ্রন্থীদের জায়গা করে দিচ্ছেন। রাজ্যপালের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, ” বিজেপির খুনি ও আসামিদের স্থান দিচ্ছেন রাজ্যপাল। এরা সকলেই রাজভবনে থাকে “। প্রসঙ্গত রাজ্যপাল একাধিকবার রাজ্যসরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া টুইটারে বিভিন্ন টুইট করেছেন। যার মধ্য দিয়ে বিতর্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যেও বিতর্ক দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করলেন, তা নিয়ে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে।

গতকাল বিকেলে বিজেপি সাংসদ অর্জুন সিং ডোমজুড়ে একটি সভায় বক্তব্য রেখেছিলেন। সেখানেই তিনি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মানসিকভাবে অসুস্থ বলে কটাক্ষ করে জানালেন, ” কল্যাণ বাবু মানসিক ভাবে অসুস্থ তাঁর কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি না। সাংবিধানিক প্রধানের কাছে যাওয়া যদি খারাপ কাজ হয় তবে মুখ্যমন্ত্রী নবান্নে বসে যে পার্টির কাজ করেন সেটিকে কি বলা হবে “? রাজ্যপালের বিরুদ্ধে কল্যাণ বাবুর বিরূপ মন্তব্য, তার পাল্টা হিসেবে তাঁর বিরুদ্ধে অর্জুন সিংয়ের মন্তব্য, সবকিছুকে কেন্দ্র করে সরগরম হল রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!