এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যপাল ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়

রাজ্যপাল ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একাধিকবার রাজ্য ও রাজ্যপাল সংঘাতের আবহে আজ সরাসরি রাজ্যপালের অপসারণের দাবি জানালো রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় অভিযোগ করেছেন যে, সংবিধান অমান্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। প্রশাসনের বিরুদ্ধে তিনি বারবার নানা কথা বলেছেন। রাজ্যপাল ভয় দেখাচ্ছেন রাজ্যের পুলিশকে। এসব কারণে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে রাজ্যপালকে অপসরণ করার দাবি জানালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এবার এই ইস্যুতে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানালেন যে, তৃণমূল সরকারের ভুল ধরিয়ে দিচ্ছেন বলেই রাজ্যপাল চক্ষুশূল হয়েছেন তৃণমূল সরকারের কাছে। তিনি জানালেন, যখন কোন সরকার দেশের সংবিধান মান্য করে কাজ করে না, তখন তার বিরুদ্ধে সরব হন রাজ্যপাল। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল সরকার সর্বদা সংবিধানের অবমাননা করছে, তাই তৃণমূলের ভালো লাগছেনা রাজ্যপালের কথা।

কৈলাস বিজয়বর্গীয় আরও জানালেন যে, রাজ্যপাল ভালো কাজ করছেন? না খারাপ কাজ করছেন? তার প্রমাণ কি তারা দেবে, যারা সবসময় সংবিধান ভঙ্গ করে? শাসকদল তৃণমূলের উদ্দেশ্যে তিনি জানালেন যে, রাজ্যপাল নিজের কাজ করছেন, তৃণমূলও নিজের কাজ করুক। তিনি জানান রাজ্যপালের অপসারণের দাবি নিয়ে যদি রাষ্ট্রপতির কাছেও যাওয়া যায়, তবে তাতেও কোন লাভ হবে না। কারণ, রাজ্যপাল সঠিকভাবেই নিজের কাজ করে চলেছেন। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল বারবার সংবিধান ভঙ্গ করছে। এ কারণেই রাজ্যপাল তাদের কাছে চক্ষুশূল হয়ে উঠেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূল সাংসদের রাজ্যপালের অপসারণের দাবি প্রসঙ্গে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানালেন যে, রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। তাই রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করতে পারেন। লোকসভায় রাজ্যপালের বিরুদ্ধে অনাস্থা আনা যায়। কিন্তু কোন দল যদি অভিযোগ করে, তবে রাষ্ট্রপতি রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য নন।

তিনি জানালেন রাজ্য সরকার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করলেই রাষ্ট্রপতি রাজ্যপাল কে অপসারণ করে দেবেন, এটা কখনোই হতে পারেনা। একমাত্র লোকসভায় তাঁর বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনলে, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য থাকেন রাষ্ট্রপতি। তিনি জানালেন, পশ্চিমবঙ্গের রাজ্য- রাজভবন সংঘাতের মীমংসা সংবিধানের ১৫৬ নম্বর ধারায় নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!