এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী ঘোষণা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, নিশানায় মমতা

রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী ঘোষণা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, নিশানায় মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন জিতে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। রাজ্য শাসনের অধিকার হাতে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচন জেতার পরে তৃণমূল নজর দিয়েছে সর্বভারতীয় স্তরে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির আর সেই সূত্রেই রাজ্যসভার নির্বাচনে তৃণমূল জায়গা করে দিচ্ছে ভিন রাজ্যের নেতা নেত্রীদের। এরকমই অভিযোগ করলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসাথে তিনি অভিযোগ করেছেন রাজ্যকে বঞ্চনা করছেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, কিছুদিন আগে আসামের সুস্মিতা দেব রাজ্যসভায় তৃণমূলের হয়ে সাংসদ পদ লাভ করেছেন।

আর এবার গোয়ার লুইজিনো ফেলেইরোকে রাজ্যসভার আসনের প্রার্থী করার কথা জানিয়ে দিল তৃণমূল। কিছুদিন আগেই রাজ্যসভার তৃণমূল সদস্য অর্পিতা ঘোষ হঠাৎই পদত্যাগ করেন। জানা গিয়েছিল, তিনি দলের নির্দেশেই এই পদত্যাগ করেছেন। আর এবার তাঁরই জায়গাতে তৃণমূলে যোগ দেওয়া গোয়ার নেতা লুইজিনো ফেলেইরোকে নিয়ে আসার পরিকল্পনা করেছে তৃণমূল। আগামী 16 নভেম্বর তিনি মনোনয়নপত্র জমা দেবেন। জানা গিয়েছে, কোন প্রতিদ্বন্দ্বী থাকলে 29 শে নভেম্বর নির্বাচন হবে। এর আগে আসামের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব যোগ দিয়েছিলেন তৃণমূলে বিধানসভা নির্বাচনের পর। আর তারপর রাজ্যসভার সদস্য পদ থেকে মানস ভুঁইয়া ইস্তফা দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেহেতু তিনি বিধায়ক হিসেবে জয়লাভ করেন, এরপর সেপ্টেম্বরে মানস ভুঁইয়ার আসনে সুস্মিতা দেবকে প্রার্থী করে তৃণমূল এবং তিনি জয়লাভ করলে তাঁকে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়। এই প্রসঙ্গে এবার শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন, যে তৃণমূল একটা সময় বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে নিশানা করেছিল, সেই তৃণমূল এবং তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় প্রার্থী করছেন ক্রমাগত বহিরাগতদের।

পশ্চিমবঙ্গে থেকে রাজ্যসভার আসন নষ্ট করছেন মমতা ব্যানার্জি, এ কথাই বলছেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরিবর্তে এখনো পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্যান্য নেতারা কেউই কোনো প্রতিক্রিয়া দেননি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক তরজা আরো বাড়বে। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!