এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যসভায় তৃণমূল মনোনীত প্রার্থীর নাম প্রকাশ্যে, শুরু নতুন জল্পনা

রাজ্যসভায় তৃণমূল মনোনীত প্রার্থীর নাম প্রকাশ্যে, শুরু নতুন জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কয়েকদিন যাবৎ রাজ্যসভায় কাকে তৃণমূল প্রার্থী করছে, তাই নিয়ে ব্যাপক কৌতুহল জমেছিল রাজনৈতিক মহলে। পাশাপাশি কে প্রার্থী হবেন তাই নিয়ে হচ্ছিল হিসেব-নিকেশ। অবশেষে আজকে কৌতুহলের অবসান করলেন তৃণমূল সুপ্রীমো। জানিয়ে দিলেন রাজ্যসভার সাংসদ পদে মনোনীত প্রার্থীর নাম। প্রসঙ্গত, আগামী 9 আগস্ট রাজ্যসভার সাংসদ পদে নির্বাচন হতে চলেছে কমিশনের নির্দেশে। কার্যত, দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে এই ভোট হতে চলেছে।

তাই এই আসনে প্রার্থী হওয়া নিয়ে বেশ কয়েকটি নাম উঠে এসেছিল, যার মধ্যে মুকুল রায়, যশোবন্ত সিনহা ছিলেন অন্যতম। কিন্তু এখানেও চমক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্যের শাসক দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে দীর্ঘদিনের আমলা জহর সরকারকে। ট্যুইটের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে। পাশাপাশি জহর সরকারকে রাজ্যসভায় মনোনীত করার পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার মধ্যে অন্যতম হলো জহর সরকারের দীর্ঘদিনের জনসেবা। একইসাথে তিনি প্রসার ভারতীর সিইও পদেও দীর্ঘদিন ছিলেন। কার্যত তৃণমূলের পক্ষ থেকে তাঁর অমূল্য অবদান স্বীকার করে তাঁকে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী ঠিক করা হয়েছে। দিল্লি যাওয়ার আগেই তড়িঘড়ি রাজ্যসভার তৃণমূল প্রার্থী ঠিক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দীনেশ ত্রিবেদীর জায়গার রাজ্যসভায় যেতে চলেছেন জহর সরকার। রাজ্য সরকারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক।

কার্যত আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন টানাপোড়েন চলছিল রাজ্যের সাথে কেন্দ্রের, সেসময় রাজ্যের হয়ে সরব হয়েছিলেন এই জহর সরকার। কার্যত প্রাক্তন আমলা রাজ্যসভায় মনোনীত হওয়ায় উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে। আপাতত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রাক্তন আমলা রাজ্যসভার সাংসদের পদ কতটা আলোকিত করতে পারেন সেটাই দেখার। পাশাপাশি রাজ্যসভায় গিয়ে মোদী-শাহকে জপ্রাক্তন আমলা কতটা বিব্রত করবেন সেদিকেও নজর থাকবে বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!