এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সাসপেন্ড হতেই সরব জয়প্রকাশ!

রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সাসপেন্ড হতেই সরব জয়প্রকাশ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি শোকজ করার পর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বিজেপির দুই নেতা জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারিকে। যাকে কেন্দ্র করে কার্যত টালমাটাল গেরুয়া শিবিরের অন্দরমহল। তবে সাসপেন্ড হওয়ার পর এবার সাংবাদিক বৈঠক করে বিভিন্ন রাজ্য নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে দিলেন সেই জয়প্রকাশ মজুমদার। যেখানে রাজ্যের বিরুদ্ধে মাঝেমধ্যেই কথা বলতে না দেওয়ার অভিযোগ তুললেন তিনি।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। যেখানে তিনি বলেন, “200-এর জায়গায় যখন 77-এ আটকে গেলাম, সেটা কেন হল, তার কোনো পর্যালোচনা হল না। ভার্চুয়াল মিটিংয়ে যদি কেউ এই কথা তুলতে গেলে, তাহলে তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে বা আইটিকে বলে তাকে মিউট করিয়ে দেওয়া হয়েছে। বুথস্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত কর্মীদের একটাই কথা ছিল, কেন এমন হলো ! সেটা আপনারা দেখুন। কিন্তু সেটা না করে চাদর দিয়ে চেপে দেওয়া হল। চাদর চাপা দিয়ে রোগ সারানো যায় না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, শোকজ হওয়ার সাথে সাথেই রীতিমতো শোরগোল ফেলে দিলেন জয়প্রকাশ মজুমদার। যার জেরে তার এই বক্তব্য যে বিজেপির অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!