এখন পড়ছেন
হোম > জাতীয় > রাখি বন্ধনের দিনে গ্রাহকদের প্রতি বিশেষ সতর্কবার্তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

রাখি বন্ধনের দিনে গ্রাহকদের প্রতি বিশেষ সতর্কবার্তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের বৃহত্তম ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার গ্রাহকসংখ্যা কোটিতে রয়েছে। রাখি বন্ধনের দিনে গ্রাহকদের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ বিষয়ে একটি বিশেষ বার্তা দেয়া হয়েছে গ্রাহকদেরকে। সাইবার জালিয়াতি থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টকে বাঁচাতে বেশ কিছু জরুরী পরামর্শ দেওয়া হয়েছে। টুইট করে জানানো হয়েছে বিষয়টি। গ্রাহকদেরকে রাখি বন্ধন এর দিনে জীবনব্যাপী সুরক্ষা বন্ধন তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাখি বন্ধনের দিনে সুরক্ষা বন্ধন তৈরি করে নিজেকে ও নিজের কাছের মানুষদের সাইবার জালিয়াতের হাত থেকে সুরক্ষিত রাখতে। এ বিষয়ে একটি পরামর্শ দেওয়া হয়েছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অনলাইন জালিয়াতি থেকে নিজেকে বাঁচাতে। অনলাইন জালিয়াতি থেকে নিজেকে দূরে রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে, কোন অচেনা লিংকে ক্লিক না করতে। কারণ, অচেনা লিংক থেকে বড় জালিয়াতির সম্ভাবনা থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোন অচেনা ব্যক্তি যদি কোন অ্যাপ ডাউনলোড করতে বলে, তবে তা কখনোই না করতে। গ্রাহকদের জানানো হয়েছে যে, নিজের অ্যাকাউন্ট থেকে যে ট্রানজেকশন গুলি হচ্ছে তার ওপর নজর রাখতে। নিজের ব্যক্তিগত ডেটাগুলিকে সুরক্ষিত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোন অনলাইন ট্রানজেকশনের সময় পিন নম্বর, ওটিপি নম্বর, সিভিভি নম্বরের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেয়া হয়েছে।

সাইবারক্রাইম থেকে বাঁচতে ফোনে সব সময় এন্টিভাইরাস আপডেট রাখার নির্দেশ দেয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গেই গ্রাহকদের সতর্ক করে বলা হয়েছে যে, নিজের ব্যক্তিগত তথ্য কোনভাবেই কাউকে না দিতে। নিজের এটিএম পিন নম্বর, এটিএম কার্ড নম্বর, অ্যাকাউন্ট নম্বর, ওটিপি ভুলেও কাউকে না দিতে।

এভাবেই রাখি বন্ধন এর দিনে নিজের গ্রাহকদের বিশেষভাবে সতর্ক করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অতিমারী, লকডাউন এর কারণে একদিকে যেমন বেকারত্ব বাড়ছে, তেমনি ব্যাপক হারে বাড়ছে জালিয়াতি। প্রতারকের পাল্লায় পড়ে বহু মানুষ নিজের সর্বস্ব হারাচ্ছেন। সাইবারক্রাইম ব্যাপারে বারবার সতর্ক করা হচ্ছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে। রাখি বন্ধন উৎসবের দিনে সাইবারক্রাইম বড় আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!