এখন পড়ছেন
হোম > অন্যান্য > রক্তচক্ষু বিস্তার করে বিরাট দানবের মত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ

রক্তচক্ষু বিস্তার করে বিরাট দানবের মত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সকালেই বঙ্গোপসাগরের পূর্ব-মধ্যভাগে গভীর নিম্নচাপ থেকে ঝড়ে রূপান্তরিত হয়েছে যশ। ক্রমশ নিজের গতি বাড়িয়ে বাংলার দিকে এগিয়ে আসতে শুরু করেছে যশ। এখনো পর্যন্ত প্রতি ঘন্টায় ২ কিলোমিটার গতিবেগে যশ এগিয়ে আসছে। তবে, সময় যত বাড়তে থাকবে ততই বাড়তে থাকবে এর গতিবেগ। স্থলভূমির কাছে পৌঁছে গেলে তীব্র গতিতে আছড়ে পড়বে যশ। আজ বিকেল থেকেই উপকূল এলাকাগুলিতে শুরু হবে ঝড়ো হাওয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘূর্ণিঝড় যশ এখন ১৬ ডিগ্রি ৩৪ মিনিট উত্তর অক্ষাংশ ও ৭৯ ডিগ্রি ৬ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে হয়েছে। দীঘা থেকে ৬২০ কিলোমিটার দূরে অবস্থান করছে যশ। আগামীকাল রাতের মধ্যেই ঝড়ের শক্তি বিপুল হারে বৃদ্ধি পাবে। আগামী বুধবার সকালের মধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় আঘাত হানবে যশ। সবচেয়ে বেশি আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাকে নিয়ে। এরপর আশঙ্কা রয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরকে নিয়ে। ঝড়ের হাত থেকে রেহাই মিলবে না কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান জেলারও।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ১৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে যশ। দিঘার কাছাকাছি ঝড় আছড়ে পড়ার আশঙ্কা আছে। ঝড়ের বিস্তৃতি বেশি হওয়ার কারণে ক্ষতির আশঙ্কা অনেক বেশি বলেই, সতর্ক করেছেন আবহবিদেরা। ঝড়ের আশঙ্কাতে ইতিমধ্যেই দীঘা, মন্দারমনি, বকখালি পর্যটক শূন্য করে দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চলছে সর্বত্র।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!