উন্নয়ন করতে পারেনি বলেই রাম আর রথের নামে ভোট চাইছে বিজেপি, দাবি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ রাজ্য November 13, 2018 সরকারের প্রশাসনিক বৈঠক হোক কিংবা পুজো উদ্বোধনের মঞ্চ – প্রায় সব জায়গা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মের নামে বিভাজন তৈরি করে ভারতবর্ষে এক অশুভ অন্ধকার সৃষ্টি করছে গেরুয়া শিবির, এই অভিযোগে বারেবারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে আসছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার লোকসভা নির্বাচনের আগে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে কোলকাতার বড়বাজারে এসে সেই বিজেপি বিরোধিতায় সুরই শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। সূত্রের খবর, গতকাল বড়বাজারে “দি পোস্তা মার্চেন্টস অ্যাসোসিয়েশন” আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “উন্নয়ন নেই। শুধু রামের নামে ভোট চাইতে শুরু করেছে বিজেপি।” প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বাংলায় পদ্ম ফোটাতে রাজ্যের 3 প্রান্ত থেকে রথযাত্রার কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির। যেই রথযাত্রা নিয়ে এখন দলীয় নেতাদের মধ্যে চলছে জোর প্রস্তুতি। কিন্তু রথ আর রাম দিয়ে যে বাংলার মানুষের মন কাড়া যাবে না এদিন জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে এসে সে কথা ফের বিজেপি নেতাদের স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক সময় কাজ না করে আচ্ছে দিনের ফেরিওয়ালা খালি ভোটের সময় রামের নামে ভোট কিনতে চাইছে বলেও এদিন অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি বিজেপি শাসিত মাওবাদী অধ্যুষিত ছত্রিশগড়ের ভোট নিয়েও এদিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী। একটানা সেই রাজ্যে 15 বছর ক্ষমতায় থেকেও মাওবাদী দমনে যেখানে ব্যর্থ বিজেপি সরকার, ঠিক সেখানে ক্ষমতায় আসার দু’ বছরের মধ্যেই বাংলার জঙ্গলমহলে সেই মাওবাদী দমনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস বলে এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রভাবিত এই পোস্তা এলাকায় এদিন পুজো উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, “এখানকার ব্যবসায়ীরা বিজেপিকে সমর্থন দিয়েছেন। কিন্তু এখন আপনারাই বলুন জিএসটি, নোট বাতিল, নানা এজেন্সি চাপে আপনারা কি ভাল আছেন?” আর সাথে সাথেই জনতা থেকে উত্তর আসে, “না দিদি। ব্যবসা খুবই মার খাচ্ছে।” ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে আর এরপরেই বাংলার অগ্নিকন্যা বলেন, “ভেদাভেদ করে দেওয়াই বিজেপির কাজ। কিন্তু বাংলা এই ভেদাভেদকে কখনোই বরদাস্ত করবে না। ওরা সবাইকে ভয় দেখাচ্ছে। কিন্তু একদিন ওরা নিজেরাও ভয় পাবে। আর সেই সময়টা খুব শীঘ্রই আসতে চলেছে।” রাজনৈতিক মহলের মতে, সামনেই লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটের আগে বিজেপি প্রভাবিত এলাকা পোস্তায় গিয়ে সাধারণ মানুষের মনে বিজেপি বিদ্বেষের বীজই বপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী। আপনার মতামত জানান -