এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > রামধুন জপের পর এবার মানুষকে কাছে টানতে কৃষ্ণ নাম স্মরণ দাপুটে বিজেপি নেতার

রামধুন জপের পর এবার মানুষকে কাছে টানতে কৃষ্ণ নাম স্মরণ দাপুটে বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দরজায় কড়া নাড়ছে আগামী বিধানসভা নির্বাচন। যে কোনো দিন নির্বাচন ঘোষণার সম্ভাবনা আছে, জারি হতে পারে আদর্শ আচরণ বিধি। এই পরিস্থিতিতে দলের জনসংযোগ বৃদ্ধিতে তৎপর হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে জন সংযোগ বৃদ্ধির চেষ্টা চলছে। দলের জনসংযোগ বৃদ্ধিতে এবার বিজেপি নেতা কৃষ্ণ নাম স্মরণ ও নগরকীর্তনকে ব্যবহার করলেন।

ইতিহাসে আছে, একদা এই নগর কীর্তনের মাধ্যমেই বাংলার নবাব ও তাঁর অত্যাচারী রাজকর্মচারীদের একেবারে সন্ত্রস্ত করে দিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। নগর কীর্তনের মাধ্যমে সংঘবদ্ধতা যেমন হয়েছিল, তেমনি কৃষ্ণনাম প্রচার ও মানব প্রেমের প্রচার করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। যার দ্বারা তিনি শত্রুরও হৃদয় জয় করেছিলেন। এবার নগর কীর্তনের মাধ্যমে দলের জন সংযোগ বৃদ্ধির কাজে হাত লাগালেন আসানসোলের বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে তৃণমূলের সঙ্গে ছিলেন পেশায় ব্যবসায়ী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। একটা সময় দুর্গাপূজা, উৎসব, জলসা, অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের হয়ে জনসংযোগের কাজ করেছিলেন তিনি। তবে এক বছর অতিক্রান্ত হল তিনি যোগদান করেছেন বিজেপিতে। সম্প্রতি তিনি বিজেপি দলের রাজ্য কমিটির সদস্য। এই কারণে এবার তিনি নগরকীর্তনকে ব্যবহার করেছেন বিজেপির জনসংযোগ বিস্তারে।

বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানালেন যে, হরিনাম, কৃষ্ণ নামের মধ্যে দিয়ে ভালোবাসার বিতরণ করা যায়। এই ভালোবাসার বিতরনের মধ্যেই শান্তি পাওয়া যাবে, বলে মনে করছেন তিনি। তাই, বসন্ত চতুর্থীর দিন তিনি আয়োজন করলেন নগর কীর্তন ও হরিনাম সংকীর্তনের। গতকাল আসানসোলের রবীন্দ্রনগর থেকে শুরু করে রাধানগর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পথপরিক্রমা করলেন নগরকীর্তন করে।

এই নগরকীর্তনে বহু মানুষ যোগদান করেছিলেন। নগরকীর্তন শেষ হলে মঙ্গলারতি করা হয়। আবার, শিশুদের জন্য কৃষ্ণ সাজো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিজেপি নেতার এই অভিনব গণসংযোগ মূলক কর্মসূচি আকৃষ্ট করেছে বহু এলাকাবাসীকে। তাই এতে যোগদানও ছিল দেখার মত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!