এখন পড়ছেন
হোম > জাতীয় > রামধুনের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে রামকার্ড দেখালেন প্রধানমন্ত্রী

রামধুনের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে রামকার্ড দেখালেন প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২৩ সে জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যখন বক্তব্য রাখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেসময় তাঁকে লক্ষ্য করে বেশকিছু দর্শক জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন। জয় শ্রীরাম ধ্বনি শুনে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ না দিয়েই পোডিয়াম থেকে নেমে যান মুখ্যমন্ত্রী। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়। গতকাল হলদিয়া থেকে এ বিষয়ে বিশেষ ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামধুনের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে রামকার্ড দেখালেন প্রধানমন্ত্রী।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গতকাল হলদিয়াতে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রীর প্রথম জনসভা। এই জনসভায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে একাধিক বিষয়ে কটাক্ষ ও অভিযুক্ত করলেন প্রধানমন্ত্রী। জনসভায় প্রধানমন্ত্রী জানালেন যে, পশ্চিমবঙ্গের মানুষের ফুটবল প্রেম সুবিদিত। তাই ফুটবলের ভাষাতেই তিনি বলতে চান যে, তৃণমূল একটার পর একটা ফাউল করেছে। যা হলো অপশাসনের ফাউল, মানুষের টাকা লুট করার ফাউল, বিরোধীদের উপর হিংসা ও অত্যাচার করার ফাউল। রাজ্যের মানুষ সমস্ত কিছু দেখেছেন। তাই খুব দ্রুত বাংলার মানুষ তৃণমূলকে রামকার্ড দেখাতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জয় শ্রীরাম বিতর্কের মাঝে প্রধানমন্ত্রীর এই রামকার্ড এক নয়া সংযোজন বলেই মনে করছেন অনেকে। ইতিপূর্বে, রাম ধ্বনিতে আপত্তির কথা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার, রামের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রীকে বিশেষ বার্তা দিতে চাইলেন প্রধানমন্ত্রী, এমনটাই অনেকের অভিমত। তবে, প্রধানমন্ত্রী হটাৎ কেন রামকার্ড এর কথা বলতে গেলেন? প্রশ্ন উঠছেই। এর উত্তরে বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু জানালেন যে, রামের কথা শুনলেই পালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই।

প্রসঙ্গত, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে তরজা উঠেছিল রাজনৈতিক মহলে। এ সময় প্রধানমন্ত্রী নিজে মুখে বলেছিলেন সকলকে জয় শ্রীরাম। মুখ্যমন্ত্রীকেও অভিবাদন জানাতে দেখা যায় তাঁর জয় শ্রীরাম বলে। তবে, গতকাল তা বলতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। তাঁর পরিবর্তে তিনি এনেছেন রামকার্ডের প্রসঙ্গ। অনেকে মনে করছেন, রামকার্ডের কথা বলে জয় শ্রীরাম ধ্বনিকে ব্যবহারকে ছাড়পত্র করে দিলেন প্রধানমন্ত্রী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!