এখন পড়ছেন
হোম > জাতীয় > রামমন্দিরের পর এবার রামলীলা! রাম নামেই দেশজুড়ে গেরুয়া ঝড় আরও প্রবল করতে একের পর এক পদক্ষেপ

রামমন্দিরের পর এবার রামলীলা! রাম নামেই দেশজুড়ে গেরুয়া ঝড় আরও প্রবল করতে একের পর এক পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 2020 তে উত্তরপ্রদেশে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের শেষে অযোধ্যা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজা সম্পন্ন হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশের রামলীলা নিয়ে এবছর কৌতুহল তুঙ্গে। এবছরের রামলীলা যে অন্যান্য বছরের থেকে অনেক বেশী আকর্ষণীয় হতে চলেছে, সে ব্যাপারে নিঃসন্দেহ রাজনৈতিক মহল। ইতিমধ্যে জানা গেছে এ বছরের রামলীলা ব্যাপক আকারে অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশে। শুধু তাই নয়, দর্শকাসনে থাকবেন শুধুমাত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

করোনার সাবধানতায় রামলীলা অনুষ্ঠানে এবার উত্তরপ্রদেশের সাধারণ জনগনের প্রবেশ নিষিদ্ধ। তবে এবছরের রামলীলা যাতে সবাই দেখতে পায়, সে ব্যবস্থা রাখছে উত্তরপ্রদেশ সরকার। এ বছরে সবথেকে বড় এবং তারকাখচিত রামলীলা হতে চলেছে উত্তরপ্রদেশে, এমনই দাবি আয়োজকদের। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের অযোধ্যার লক্ষণ কেল্লায় ‘অযোধ্যা কি রামলীলা’ অনুষ্ঠিত হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, মোট 14 টি ভাষায় এই রামলীলা টিভিতে লাইভ দেখা যাবে।

আগামী 17 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মহাসমারোহে রামলীলা চলবে, যা ইউটিউবেও বিশ্ববাসী দেখতে পাবেন। অন্যদিকে জানা গেছে, এ বছর অযোধ্যার রামলীলায় একাধিক বিজেপি সাংসদ ও বহু তারকা অভিনেতা অংশ নিচ্ছেন। দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি থেকে শুরু করে গোরক্ষপুর এর সাংসদ রবি কিষাণও থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়াও বিন্দু দারা সিংহ, রাজা মুরাদ সহ বহু অভিনেতাকে দেখা যাবে রামলীলার মঞ্চে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, অঙ্গদের চরিত্রে অভিনয় করতে চলেছেন সাংসদ তথা ভোজপুরি গায়ক মনোজ তিওয়ারি। অন্যদিকে রবি কিষাণ থাকছেন ভরতের ভূমিকায়। মহিরাবণের ভূমিকায় অভিনয় করছেন রাজা মুরাদ। রাবণের ভূমিকায় থাকছেন অভিনেতা শাহবাজ খান। নারদের ভূমিকায় অভিনয় করছেন বহু পুরনো এবং জনপ্রিয় অভিনেতা আসরানি। তবে রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হনুমানের চরিত্রে দূরদর্শনে যেমন অভিনয় করে মন জিতেছিলেন দারা সিং, ঠিক সেভাবেই তাঁর ছেলে বিন্দু দারা সিং অযোধ্যার রামলীলায় হনুমানের চরিত্রে অভিনয় করতে চলেছেন।

বিভীষণের ভূমিকায় থাকছেন রাকেশ বেদি। তবে রাম, লক্ষ্মণ ও সীতার ভূমিকায় কে থাকছেন তা কোনোভাবেই জানা যায়নি। সবমিলিয়ে তারকাখচিত রামলীলা দেখার জন্য উত্তরপ্রদেশের জনগণ মুখিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিহার, উত্তরপ্রেদেশে উক্ত বিজেপি সাংসদদের অভিনয়ের অনুরাগী অনেকেই। তাঁদের দেখার জন্য কৌতুহল তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে, অযোধ্যায় রামমন্দিরের সাথে সাথে এবার রামলীলা ময়দানেও বিজেপি টেক্কা দেবার আশায়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!