এখন পড়ছেন
হোম > জাতীয় > হিন্দুসমাজের কয়েকশো বছরের স্বপ্ন সত্যি করে আজ অযোধ্যায় মোদীর হাত ধরে প্রতিষ্ঠা রামমন্দিরের

হিন্দুসমাজের কয়েকশো বছরের স্বপ্ন সত্যি করে আজ অযোধ্যায় মোদীর হাত ধরে প্রতিষ্ঠা রামমন্দিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। বুধবার অযোধ্যায় রাম মন্দির স্থাপনের জন্য ভূমি পুজোর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত 1990 সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল লালকৃষ্ণ আডবানির রাম রথযাত্রা। গুজরাটের সোমনাথ মন্দির থেকে শুরু হওয়া সেই রথযাত্রার ব্যবস্থাপনায় ছিলেন বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তৎকালীন গুজরাটের বিজেপি নেতা নরেন্দ্র মোদী।

সোমনাথ থেকে একটি ইট সেই রথে তুলে দিয়েছিলেন তিনি। অবশেষে সেই ঘটনার 30 বছর পর আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে সেই রাম মন্দির সূচনার জন্য ভূমিপুজোয় আরও একটি ইট প্রোথিত করবেন নরেন্দ্র মোদি। জানা গেছে, এদিন অযোধ্যায় কলেজ গ্রাউন্ডে হেলিপ্যাডে নেমে প্রথমেই নরেন্দ্র মোদী যাবেন হনুমানগড়হি মন্দিরে। সেখানে 10 মিনিট থেকে রাম মন্দিরের জন্মভূমিতে যাওয়ার পরেই ঠিক সাড়ে বারোটায় এই ভূমি পুজো হবে বলে খবর। তবে যে লালকৃষ্ণ আডবানি একসময় এই রাম যাত্রা করেছিলেন, সেই লালকৃষ্ণ আডবানি পরম সৌভাগ্যবান মুহূর্তে উপস্থিত থাকতে পারছেন না। বয়স জনিত কারণে ভিডিও কনফারেন্সে দিল্লির বাসভবনে বন্দী হয়েই এই গোটা ঘটনার সাক্ষী হয়ে থাকতে হবে তাকে। বস্তুত, করোনা ভাইরাসের কারণে এই ঐতিহাসিক মুহূর্তে অনেককেই আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমে আমন্ত্রণ তালিকায় 250 জনের নাম থাকলেও 170 জন সেখানে উপস্থিত থাকছেন। মঞ্চে থাকছেন মাত্র 5 জন অতিথি। যার মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মহন্ত নিত্য গোপাল দাস। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে এই রাম মন্দিরের ভূমিপূজো হওয়ায় এদিন কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়েছেন সেখানকার অন্যতম পুরোহিত সন্তোষ তিওয়ারি। এদিন তিনি বলেন, “28 বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিল অযোধ্যা নগরী। ভোরে হবে মঙ্গলারতি। রাত থেকে শুরু হয়ে গিয়েছে হনুমান চালিশা। সারারাত ধরে পাঠ করা হবে। মঙ্গলবার রাত থেকেই অকাল দীপাবলি শুরু হয়ে গিয়েছে। প্রতিটি মন্দির এবং বাড়িতে দ্বীপ জ্বালানো হয়েছে।”

ইতিমধ্যেই এই মন্দির নতুন করে তৈরি করার ব্যাপারে নকশা সম্পূর্ণরূপে তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, এই রাম মন্দির স্থাপনের মধ্যে দিয়ে বিজেপি বড় সাফল্য পেয়ে যাবে। কেননা যতবারই তারা নির্বাচনে ঝাপিয়েছে, ততবারই তাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল রাম মন্দির স্থাপন। সেদিক থেকে দেশবাসীর আবেগ হয়ে দাঁড়িয়েছিল এই রাম মন্দির। তাই ভূমি পুজো করে আগামী দিনে রাম মন্দির স্থাপনের মধ্যে দিয়ে বিজেপি যে গোটা দেশে নিজেদের শক্তি আরও বেশি করে স্থাপন করতে সক্ষম হবে, সেই বিষয়টি নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে এবার রাম মন্দিরের ভূমি পুজোর ঐতিহাসিক মুহূর্ত দেখার আশায় গোটা দেশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!