এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার সামনে এল রামমন্দির নিয়ে ১৪০০ কোটি টাকার দুর্নীতিতে নাম জড়ালো বিজেপিরও

এবার সামনে এল রামমন্দির নিয়ে ১৪০০ কোটি টাকার দুর্নীতিতে নাম জড়ালো বিজেপিরও

অযোধ্যায় রামমন্দির নিয়ে এবার ১৪০০ কোটি টাকার অভিযোগ সামনে এল। আর এত বড় আর্থিক কেলেঙ্কারিতে এবার নাম জড়িয়ে গেল কেন্দ্রের শাসকদল বিজেপিরও। কলকাতার এক বহুল প্রচারিত সংবাদপত্রের প্রকাশিত খবর অনুযায়ী এই দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন সন্তদের একটি সংগঠন নির্মোহী আখড়া। ঐ আখড়ার সদস্য সীতারাম, জানিয়েছেন, রামমন্দিরকে সামনে রেখে ১৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির প্রমাণ আমাদের হাতে রয়েছে। তিনি আরও জানিয়েছেন, আমরা রামের সেবক, আমাদের সংগঠন অর্থের দ্বারা প্রভাবিত হয় না। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের নেতারা বড় দুর্নীতি করেছেন।
কিন্তু কিভাবে হল এই দুর্নীতি আর বিজেপিই বা এই দুর্নীতিতে জড়ালো কিভাবে? জবাবে সীতারাম জানিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদ মন্দির গড়ার জন্য প্রত্যেক বাড়ি থেকে বাড়িতে গিয়ে একটা করে ইঁট চেয়েছিল। বেশিরভাগ লোকেই ইঁট দেননি, পরিবর্তে অর্থ দিয়েছিলেন। সেখান থেকেই অর্থ সরানো হয়েছে। এই অর্থেই বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। যদিও প্রিয়বন্ধু বাংলার পক্ষ থেকে এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!